পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هستیم.


هن-.

একবার বিচারকদের শালনকালে দেশে ভয়ানক দুভিক্ষ উপস্থিত হয় । তখন এলিমেলেক্‌ (Elimelech) নামে বেথলেমজুদার একজন অধিবাসী তাঙ্গার স্ত্রী নাওমিকে (Naomi) ও মালোম ও চিলোন নামে হুই পুত্রকে লষ্টয়া মোয়াপ রাজ্যে (Moab) গমন করে । কিছুদিন পরে এলিমেলেকের মৃ তু্য হয়। তাহার পুত্রেরা এখানে মোয়াব-রমণী লিলাহ করে। একজনের স্ত্রীর নাম ওফ1 (Orpha), অন্য জনের স্ত্রীর নাম রুথ (Ruth) । দশ বৎসর পরে মালোম ও চিলোনের মৃত্যু হয়। তখন না নমি দেশে ফিরিয়। যাইবার জ্য প্রস্তুত রুথ, ও নাওমি কিছু দুর যাইবার পরে নাওমি হইলেন । তাহার পুত্রবধুদের আশীৰ্ব্ববাদ করিয়া বলিলেন, “‘বাছা, তোমরা দেশে ফিরিয়া যাও । আমি তোমাদের ব্যবহারে খুবই প্রীত হইয়াছি । ভগবান যেন তোমাদের উপযুক্ত স্বামী জুটাইয়া দেন।” তিনি তাঙ্গদিগকে চুম্বন করিয়া বিদায় দিতে চাহিলে তাহার কাদিয়া বলিল, “মাগো, আমরা -- -------- > f-ു-Arആഴ്ക് • V & তোমার সঙ্গেই যাইব ।” নাওমি তাহাদিগকে নানাভাবে বুঝাইতে লাগিলেন। “আমি ত বৃদ্ধ হইয়াছি। অামার ত আর পুত্র নাই যে, তোমাদের সঙ্গে বিবাহ দিব । তবে কি অtশীয় তোমরা অামার সঙ্গে যাইতে চাহিতেছে ?” তখন ওফৰ্ণ তাহার শ্ব শ্রীকে চুম্বন করিয়া ফিরিয়া গেল। রুথ, কিন্তু প্রত্যাবৰ্ত্তন করিতে অস্বীকার করিল। নাওমি কত বুঝাইলেন, সে কিন্তু কিছুতেই টলিল না। কাকুতি মিনতি করিয়া সে বলিল, “মা, আমায় ফিরিয়া যাইতে বলিও না। তুমি ধেখানে যাইবে আমিও সেইখানেই যাইব । তোমার গুহই আমার গুহ হইবে । তোমার আত্মীয়েরাও অামার अाङ्कौश । তোমার ভগবান ও আমার ভগবান। তুমি যেখানে মরিব, আমিও সেইখানেই মরিব ; মৃত্যু ছাড়া কে তই আমাকে তোমার কাছ-ছাড়া করিতে পরিবে না। उ२म নাওমি রুথকে সঙ্গে লইয়া চলিলেন । যাইতে যাইতে র্তাহারা বেথলেমে গিয়া উপস্থিত হইলেন। বেথলেম বাসীরা নাওমিকে দেখিয়া বলিল, “কে— নাওমি নাকি ? নাওমি বলিলেন, “আমাকে আর নাওমি (সুখ) বলিয়া ডাকিও না। এখন হইতে আমাকে মারা (Mara) ‘দুঃখী বলিও । সর্ববশক্তিমান ভগবান আমাকে অশেষ দুঃখ দিয়াছেন।” নাওমির বোয়াজ (Boaz) নামে একজন ধনী জ্ঞাতি ছিল । শ্বশ্রীর অনুমতি লইয়। - - -