পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|------- বাস করিত। তাহার পেনিনা ও হান। (Hannah) নামে দুই স্ত্রী ছিল। পেনিনার সন্তান ছিল—কিন্তু তান ছিল নিঃসন্তান । প্রত্যেক বৎসর এলকান শিলোতে ভগবানের পূজা দিতে যাইত । পূজা সমাপনান্তে সে স্ত্রী-পুত্রদের লইয়া ভোজ খাইত। কিন্তু ভোজের সমস্ত আনন্দ হানার পক্ষে বিষময় হইয়া উঠিত, কারণ তাহার সপত্নী নিঃসস্তান বলিয়া তাহাকে নানারূপ বিক্রপ করিত। তাহার স্বামী তাহাকে সাম্বমা দিতে চেষ্টা করিত কিন্তু কোন প্রবোধ সে মানিত না। একদিন ভোজ-সভায় অপমানিত হইয়। হানা ভগবানের বস্ত্রা লাসে গেল। সেপানে সে ভগবানের নামে শপথ করিল যে, যদি তাতার একটি পুত্র জন্মে, তবে তাহাকে সে ভগবানের সেলায় উৎসর্গ করিবে । সেখানে পুরোচিত এলি (Eli) ছিলেন । তিনি সব শুনিয়া এই আশীৰ্ব্বাদ করিলেন যে, ভগবান তাতার মনোবাঞ্ছ। পূর্ণ করিবেন। রামায় প্রত্যাবর্তনের পরে তানার একটি পুত্র সস্তান জন্মিল । সে তাঙ্গার নাম রাখিল স্যামুয়েল (Samuel)। ছেলেটি যখন তিনচার বৎসরের হইল, তখন হানা তাহাকে লইয়া শিলোর মন্দিরে এলির কাছে গিয়া বলিল, “এই নিন আমার পুত্রকে—ইহাকে আমি ভগবানের সেবায় উৎসর্গ করিয়াছি।” কাজেই, স্যামুয়েল এলির কাছেই থাকিয়া গেল এবং মন্দিরের কাজকৰ্ম্ম করিত। একদিন রাত্রে ভগবানের আর্কের পাশে স্তামুয়েল ঘুমাইতেছিল। হঠাৎ ভগবান ডাকিলেন, “স্যামুয়েল।” সে তৎক্ষণাৎ এলির নিকট গিয়া বলিল, “এই যে আমি আসিয়াছি—আমাকে কেন ডাকিয়াছেন ?" এলি বলিলেন, “যাও ঘুমাও গিয়া। আমি ত ++ হিএভ জাভি ও ওল্ড ষ্টেষ্টামেশষ্ট >やや置 তোমাকে ডাকি নাই ।” বার বার তিনবার স্যামুয়েল ডাক শুনিয়া এলির নিকটে আসিল । তখন বৃদ্ধ পুরোচিত বুঝিতে পারিলেন যে, এ আর কেহ নয়, স্বয়ং ভগবানের কাজ। তখন তিনি বালককে শিখাইয়া দিলেন যে, এবার আবার যখন ডাক শুনিবে তখন সে যেন বলে, “প্রভো, আদেশ করুন, আপনার ভূতা প্রস্তুত।” বালক আবার আর্কের পাশে গিয়া শুইল— t - - বালক স্তামুয়েল এবার কিন্তু সে জাগিয়া রহিল। ভগবান তাহার সম্মুখে আসিয়া ডাকিলেন, “স্যামুয়েল, স্বামুয়েল ।” তখন বালক এলির শিক্ষামত বলিল, “প্রভো, আদেশ করুন, ভূত্য প্রস্তুত।” ভগবান বলিলেন, “শোন, আমি ইস্রেলে এমন কাজ করিব যে, সকলে চমৎকৃত হইবে। এলির পুত্রের। পাপী এবং এলি তাহাদিগকে শোধ রাইতে চেষ্টা -- - → [d]