বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- --- ভিজ্ঞজগভি ও ওল্ড ক্টেষ্টানেল-উট স্তামুয়েল আকৃষ্ট হইলেন । তাহার গায়ের রঙ, ছিল রক্তবর্ণ ও সে দেখিতে ভারি স্বস্ত্রী ছিল । সে আসিলে ভগবান বলিলেন, “ইহাকে রাজ-পদে অভিষিক্ত কর । এই আমার নির্বাচিত রাজ্য ।” তখন স্যামুয়েল সকলের সাক্ষাতে তাহাকে অভিষেক করিলেন । তখন তক্টতে ডেভিডের শরীৰে ভগবানের আত্মার অধিষ্ঠান হইল। এদিকে সলের শরীরে তুষ্টাত্মা নির্ভর করিল । তাহার ফলে তাতার জীবনে আর কোন আনন্দ রহিল না । সব সময়ে কেমন মন-মরা তই য়। থাকেন । তাছার পরিষদের বলিল, “আপনার আদেশ পাইলে আমরা এক জন নিপুণ পীণাবাদক খুজিয়া পাখির করি । যখনই তাপনার শরীরে তুষ্টাত্মার আবির্ভাল হইবে, সে এমন সুন্দর বীণা বাজাইনে যে, আপনি স্থাপনষ্ট ভাল হইয়া যাইবেন ।" সল বলিলেন, “বেশ, লইয়া আইস।” তখন একজন বলিল, “মহারাজ, আমি এরূপ একজন বীণাবাদককে জানি, সে বেথলেহেমের জেসের পুত্র ডেভিড, সে যেমন শুন্দর বাজায়, দেখিতেও তেমনি শুন্দর ও বলিষ্ঠ । তাহা ছাড়া সে শক্তিশালী যোদ্ধা ও জ্ঞানী ।” তখন রাজা ডেভিড়কে আনিবার জন্ম লোক পাঠাইলেন। ডেভিড কে দেখিয়া তিনি মুগ্ধ হইলেন ও নিজের অস্ত্রবাঙ্গক নিযুক্ত করিলেন । ষ্টতার পরে যখনই রাজার শরীরে দুষ্টাত্মার ভর হইত, ডেভিড এমন স্বন্দর ভাবে বীণা বাজাইতেন যে, তখনই তিনি ভাল হইয়া যাইতেন । এ সময়ে ইহুদীদের পরম শত্রু ছিল ফিলিপ্পিয় জাতি। হাখার প্রায়ই ইহুদীদের সহিত যুদ্ধ-বিগ্রহে লিপ্ত পাকিস্ত। ফিলিংিয়ের আবার অনেক সৈন্যসামন্ত লইয়া ইস্রেল আক্রমণ করিল। সোকোর নিকট একটি পাহাড়ের উপর তাহারা শিবির স্থাপন


F. 2 করিল। সলও উtহার লোকজন লইয়। অঙ্গ একটি পাহাড়ের উপর অবস্থান করিতে লাগিলেন । দুই দল সৈয্যের মধ্যে একটি উপ শু। ক1 ছিল । ফিলিষ্টিয় সৈন্যদের মধ্য হইতে গলিয়াথ (Goliath) নামে এক বিশালাকার দৈ তা ষ্টক্সেল-সৈন্যদের দিকে অগ্রসর হইয়। বলিতে লাগিল, “এস্ত সৈন্তালইয়া যুদ্ধ করিবার কি দরকার । তোমাদের মধ্যে একজনকে নিলবাচিত কর । সে হাসিয়া আমার সঙ্গে যুদ্ধ করােক । যদি সে আমাকে পৰাস্ত করিয ইতা করিতে পারে, তাগ হইলে আমাদের লোকেরা তোমাদের আনুগত্য স্বীকার করিলে। আর আমি যদি তাতাকে হত্যা করিতে সমর্থ তই, তাহা হইলে তোমরা তামাদের দাস ラジび* " গলিয়াগের দন্ত শুনিয়া সল ও তাহার সৈন্যদের হৃৎ কম্প উপস্থিত হইল । এদিকে ডেভিড তাহার পিতা জেসের কাছে ফিরিয়া গিয়াছিল। জেসের জোষ্ঠ তিন পুত্ৰ সলের সৈন্যদলে ছিল । একদিন জেস ডেভিডকে বলল, “অনেক দিন যাবৎ তোমার ভাইদের খবর পাই না, যাও এই খাবার গুলি তোমার ভাইদের জন্য লইয়া যাও। আর তাহারা কেমন আছে জানিয়া আইস " কাজেই ডেভিড যুদ্ধস্থলের দিকে রওনা হইল । সে আসিয়া দেখে যে, একজন ফিলিষ্টিয় বীর ইম্রেল-সন্তানদের দ্বন্দু-যুদ্ধে আহবান করিতেছে । কিন্তু কেহই তাকার সহিত যুদ্ধ করিতে অগ্রসর হইতেছে না— সকলেই পলায়ন করিতে ব্যস্ত । ভেভিড তাহাদের জিজ্ঞাসা করিল, "আচ্ছা, যে এষ্ট লোকটাকে মারিতে পরিবে সে কি পুরস্কার পাইবে ?” তাহারা উত্তর করিল, “রাজা তাহাকে প্রচুর অর্থ ও রাজকম্বার সঙ্গে विनाश দিবেন।” ডেভিডের বড় ভাই তাতার কথা শুনিয় তাহাকে ভৎসনা করিতে লাগিল, ΣΥΦΨλο