পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SAAAAAAAS LAD DTYBB Be eeJeYJeBBD শdপনি যখন স্বামার স্বামী নাঝলের কাছে লোক পাঠাইয়াছিলেন, আমি তখন সেখানে ছিলাম না । দাসীর অপরাধ মার্জন করুন। এই সামান্য উপহার আপনার অনুচরদের জন্য আনিয়াছি ; দয়া করিয়া গ্রহণ করুন । আপনি ভগবানের সৈনিক ; আপনি সৰ্ব্বদা ধৰ্ম্ম-পথে চলেন, কখন অধৰ্ম্ম আচরণ করেন না । ভগবান নিশ্চয়ই আপনার মঙ্গল কfরবেন । আপনি ইস্ৰেলের রাজা হইবেন । আপনি কখনও বিনা কারণে রক্তপাত করিবেন না।" ইহা শুনিয়া ডেভিড বলিল, “তুমি ধৰ্ম্ম । ভগবান তোমাকে আমার কাছে পাঠাইয়াছেন । আমি তোমার পরামর্শ গ্রহণ করিলাম । কোন ভয় নাই । আমি ক্ষার রক্তপাত করিব না। এই আমি তোমার উপগব গ্রহণ করিলাম। এবার গুহে প্রত্যাগমন কর ।" আলিগাইল গুতে ফিরিয়া আসিল । দিন পরে নাবালের মৃত্যু হইল । নাবালের মুড়া-সংবাদ জানিতে পারিলে ডেভিড তাহার পত্নীর পাণি প্রার্থন করিয়া পাঠাইল । তালিগাইল তৎক্ষণাৎ সানন্দে তাহার লোকদেব সঙ্গে ডেভিডের কাছে আসিল । ডেভিডের সঙ্গে তাহার বি লাঙ্গ হইল । ডেভিড অবশ্য ঙ্কে জরিলেল শাতিনোয়াসকেও বিবাহ করিল। এদিকে ফিলি&িয়ের ইম্রেলের সঙ্গে যুদ্ধ করিবার জন্য তাতাদের সৈন্যসামন্ত একত্র করিল। আকিস ডেভিড কে তাহাব দেহ রক্ষী করিয়া সঙ্গে লইলেন । কিন্তু ফিলিঃিয় অন্য রাজারা ডেভিড, ও তাহার অনুচরদের দেখিয়া ক্রুদ্ধ হইলেন। ঠাহারা তাহাকে মোটেই বিশ্বাস করিতে পারিলেন না। কাজেই, তাহদের প্ররোচনায় আকিস্ তাহাকে জিক্‌লাগে প্রত্যাবর্তন করিতে Гғж] እ©ዓom আদেশ দিলেন । আৰ ফিলিস্ট্রিয়েরা জেজরিল অভিমুখে রওমা হইল। ওদিকে ফিলিsিয়দের আক্রমণ প্রতিরোধ করি ৭ার জন্য সল সমস্ত হিব্রুসৈন্যদের গিলবোয়াতে (Gilboa) সমবেত করিলেন। কিন্তু ফিলিষ্টিয়-বাহিনী দেখিয়া তাহার হৃৎ কম্প উপস্থিত হইল । তিনি ভগবানের অভিপ্রায় জানিতে চাহিলেন । কিন্তু প্রতা দেশ পাইলেন । পরদিন যুদ্ধে ইত্রেল-সন্তানের পরাজিত হইয়া ফিলিড়িয়দের হাতে নিহত হইল। সল পুত্রদের লইয়া পলায়ম করিলেন । কিন্তু শত্রুর। তাহাদের অনুসরণ করিয়া জোনাথান, তা লিনাদাল প্রভূতি সলের পুত্রদের বধ করিল। সলও বিশেষ আহত হইলেন । কিন্তু শত্রু-হস্তে পড়ার ভয়ে নিজের তরবার র উপর পড়িয়া আত্মহত্যা করিলেন । হিব্রুরা বাড়ী-ঘর ছাড়িয় । পলায়ন করিল । ফিলি&িয়ের। তাহ। অধিকার করিল। এদিকে ডেভিড জি ক্লাগে ফিরিয়া আসিয়া দেখে যে, অামালেকীয়ের সহরটি আক্রমণ কfরয় ভস্মীভূত করিয়াছে ও শিশু ও স্ত্রীলোকদের লইয়া চলিয়া গিয়াছে । তাহাদের মধ্যে তাঙ্কার স্ত্রী-পুত্র-কম্বারাও ছিল । ইহা দেখিয়া মনের দুঃখে সে কাদিতে লাগিলেন । তারপর অনুচরদের সঙ্গে লইয়া স্ত্রী-পুত্রদের উদ্ধার করিবার জন্য আমালেকীয়দের অনুসরণ করিল। যখন সে তাহাদের কাছে উপস্থিত হইল, তখন তাহারা পান-ভোজন ও নৃত্য-গীতে মত্ত। তাহাদিগকে বিনাশ করিয়া সে স্ত্রী-পুত্রদের ও অস্বাক্ষ লুষ্ঠিত দ্রব্য উদ্ধার করিল। ইহার পর ভগবানের প্রত্যাদেশ পাইয়া ডেভিড, সপরিবারে চিত্রনে ( Hebron ) গেলেন । সেখানে জুদার (Judah) লোকেরা সমবেত হইয়া তাহাকে জুদার রাজপদে --- -


"