বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f_ஆ.யரrrண்' সংবরণ ” করিয়া ঈশ্বরের অtৱধনা করিল। যত দিন আশা ছিল, ডেভিড, যথাসাধা ঈশ্বরকে ডাকিয়াছে। মৃত্যুর পর সে আর ফিরিলে না। ইতার পর বাথসেবার গর্ভে ডেভিডের আর একটি পুত্র জন্মে। তাহার নাম সলোমন ( Solomon ) রাখিলেন। সলোমন ভগবানের খুব প্রিয় হইল । এ সময়ে ডেভিডের এক পুত্র আবসালেম বিদ্রোষ্ট্ৰী হইয় উঠে বাধ্য হইয়া আত্মরক্ষার জন্য ডেভিড কে পুত্রের বিরুদ্ধে যুদ্ধ করিতে হইয়াছিল। যুদ্ধে আবসালেম পরাজিত ও নিহত হয় । দূতমুখে আবসালেমের মৃত্যু-সংবাদ পাইয়া ডাক ছাড়িয়া ডেভিড. কাদিয়া উঠিল, “অা বসালেম আবসালেম । প্রিয় পুত্র আমার ! ভগবান একি করিলে ? কেন আমার মৃত্যু হইল না ? অাৰসালেমের পরিবর্তে কেন অামি মরিলাম না ?” শক্রর মৃতৃাতে রাজার এমনভাবে বিলাপ করা উচিত নহে । ইহাতে প্রজাদের মনে অসন্তোষের স্থষ্টি হইবে এবং তাহাকে পরিত্যাগ করিবে । আত্মীয়-স্বজনের। তাহাকে এইরূপ পরামর্শ দিলে পর ডেভিড, রাজ কার্য্যে মন দিল । ইহার পর ফিলি&িয়দের সঙ্গে অনেকবার যুদ্ধ হয়। প্রতি যুদ্ধেই ডেভিড, জয়লাভ করে । ডেভিড ভগবানের কাছে তাঙ্গার কভজ্ঞতা জানায়, *"ভগবানই আমার श्रां★धग्र, श्राभाद्र छ*ाँ, श्राभाद्र ब्रमक। श्राभि র্তা তার উপরই নির্ভর করি ..." এসমযে ডেভিড খুব বুদ্ধ হইয়াছিল । সেই শুযোগে তাহার পুত্র আলোনিজ্ঞা জোয়াব আবিয়াখার প্রভূতির সঙ্গে যোগ দিয়া নিজেকে রাজা বলিয়া ঘোষণা করিল שאףסיצ ও বিরাট এক ভোক্তের বন্দোবস্ত করিল। কিন্তু শিমি, পুরোহিত জাদক ও ভবিষ্যদ্বক্তা স্যাথান তাতার দলে যোগ দিলেন না। ন্যাথানের প্ররোচনায় বাথসেবা ডেভিডের কাছে গিয়া বলিলেন, “মহারাজ আপনি ত আমাকে কথা দিয়াছিলেন যে, আপনার মৃত্যুর পর আমার পুত্র সোলোমোন রাজা হইলে । এদিকে ত অাদোনিজ নিজেকে রাজা বলিয়া ঘোষণা করিয়াছে। প্ৰভু, ইহার একটা প্রতিবিধান করিতে হইলে । আপনি ইত্রেলের লোকদের জানান যে, আপনি কাহাকে আপনার উত্তরাধিকারী মনোনীত করিয়াছেন । ঠিক এই সময়ে দ্যাগান আসিয়াও সোলোমনের স্বপক্ষে অনুরোধ করিলেন । ডেভিড তখন লাগসেবাকে প্রতিশ্রুতি দিল যে, সোলোমনই রাজা হইলে । তারপর জাদক, স্যাগন প্রভূতিকে আদেশ দিল যে, রাজার অশ্বপৃষ্ঠে চড়াইয়া সোলোমনকে গিহনে (Gihon) লইয়া গিয়া রাজপদে অভিষিক্ত করা হউক । ডেভিডের আদেশমত গিহনে সোলোমনের অভিষেক ক্রিয়া সম্পন্ন হইল । সমবেত জনতা চীৎকার করিয়া উঠিল, ”জয় মহারাজ সোলোমনের জয়.।” তারপর চারিদিকে আনন্দের সাড়া পড়িয়া গেল । এদিকে তাদেtfনজার ভোজসভায় এক সংবাদ পৌছিলে তাহার অনুচরেরা ভীত হইয়া ছত্রভঙ্গ হইল । স্বয়ং আদোনি জ্ঞা প্রাণভয়ে বেদীর প:শ্বে অtশ্রয় লইল । সোলোমন তাহাকে অভয় দিলে সে অাসিয়া তাহাকে রাজা বলিয়া অভিবাদন করিল। ডেভিড বুঝিতে পারিল যে, তাহার দিন ফুরাইয়া আসিয়াছে । সে পুত্র সোলেমনকে ডাকাইয়া অনেক উপদেশ দিল । তারপর ডেভিডের মৃত্যু হুইল । ,


>