পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- কাম চিরিয়া যাইখার মত হয়; তবুও সহন শুলিয়া পড়ে না। অন্ত অন্ত দেশের মেয়েদের মধ্যে যেমন রূপ বাড়াইবার ইচ্ছাটা খুব বেশী দেখা যায়, মোঙ্গলনারীদের মধ্যেও যে তাহার চেয়ে কিছু কম, তাহা নছে। মোঙ্গল-নারীরা, সৰ্ব্বদা সঙ্গে সঙ্গে নন্তের ডিবা রাখে। এই ডিৰা গুলি পাপরের তৈয়ারী এবং তাহাতে অতি সামান্ত পরিমাণ নস্ত ধরে। অতিথি অভ্যাগতকে নষ্ঠ দিয়া অভ্যর্থনা করা হয় । মোঙ্গলদের মধ্যে বিবাহে তেমন গোলমাল নাই । পাত্র ও পত্র নিজেদের ইচ্ছানুযায়ী বিবাহ করিয়া থাৰে । বিবাহের ধৌতুক মোটামুটি এল পাল ভেড়া ও গরী । যাহার অবস্থা খারাপ, সে অনেক সময় একটা মাত্র ভেড়া দিয়াই কাজ শেষ করে। বরপক্ষ ও কস্তাপক্ষ উভয় পক্ষ হইতেই উপহার দেওয়া হয়। বিবাহের উৎসবটা বেশ জাকজমকের সহিতই হয়। উৎসবে বিরাঢ় ভোজ হয় এবং উহা অনেকদিন ধরিয়া চলে। মোঙ্গলদের মধ্যে অনেক স্থলে সেকালের রীতি অনুযায়ী বিৰাহ হয়, বর জোর করিয়া কন্যাকে লইয়া যায়— ইহ শুধু অভিনয় মাত্র। মোঙ্গল যুবকেরা কন্যাকে তাহার ঘোড়ায় তুলিয়া দৌড় দেয়, সে সময় কন্স চীৎকার করিয়া বিবাহে তাঙ্কার অমত প্রকাশ করে —বস্তুতঃ কিন্তু তাহার মনের ভাব থাকে অন্তরূপ । বিবাহের পর স্ত্রী স্বামীর দাসীর মত হয় । মোঙ্গলের। অতিথি পরায়ণ। কোন অজানা অভিপি আসিলেও তাহাকে সমাপলে অভ্যর্থনা করে। বিদেশীই হউক আর স্বদেশীই হউক, তাবুতে যদি রোগী কিম্বা অন্ত কোনরূপ বাধার কারণ না থাকে তাহা হইলে বিনা বাধায় অতিথিকে নিজনিজ তাঁবুতে গ্রহণ করে। মোঙ্গলদের তাবুগুলি সাদাসিধা গড়নের। তাহারা তাবুতেই রাত্রি যাপন করে। তাবুগুলি শক্ত বনাতের তৈয়ারী। সকলে তাবুর ভিতরে আসিলে তাবুর পরদ ও হুয়ার বন্ধ করিয়া দেওয়া হয়। তখন হাওয়া বা আলো উপরের ছিদ্র-পথে ভিতরে আসে । তাবুর ভিতরে লোহার তৈয়ারী আগুন জালাইবার জায়গা আছে। আগুন সৰ্ব্বদাই জলে । তাবুর উপরের ছিদ্র দিয়া পোয়। বাহির হইয়। যায়। তাবুর ভিতরে আশে পাশে সিন্দুক, পেটার ও অন্তাক্ষ গৃহস্থালীর প্রয়োজনীয় দ্রব্যাদি সজ্জিত থাকে । চীনদেশের বাটি, পেয়ালা ও অন্তান্ত বাসন fन न ॰ অভিখি সেবা ᎼᏔᎼᏜ8 . f_ளுகtrள்


কোসনই ইক্ষার বেশীরভাগ বাৰহার করে। ভেড়ার চামড়ার তৈয়ারী বিছানা, সোফা, চেয়ার ইহাদের গৃহসজ্ঞ। তাবুর ভিতর জমিতে কাপেট বা গালিচা পাতা থাকে । অতিথিরা অনেক সময় গৃহপালিত গরু-বাছুর ও মোঙ্গলদের তাবুর ভিতরকার দত ভেড়ার পাশে ঘুমাইয়া থাকে । অতি বড় দরিদ্র যে মঙ্গল, সেও কোন অতিপি উপস্থিত ইষ্টলে এই রূপ বলিয়া অভ্যর্থনা করে—“মহাশয়, আমার প্রত্যেকটি তাবুই আপনার । আপনার যেখানে ইচ্ছা সেখানে থাকুন।" অতিথিদের কি ? মোঙ্গলদের রীতি-নীতি মানিয়া চলিতে হয় । ঠাকুতে সম্মুখের দরজা দিয়। ঢকিতে হবে। তাবুর কাছাকাছি আসিয়ু চীৎকার করিয়া বলিলে—নোহোঁই ! (No hoi) । নোহোষ্ট্র শব্দের অর্থ কুকুর। মোঙ্গলদের কুকুরগুলি বড় ওয়ানক হয় । কাহার সাধা যে গ্রামের লোকেরা বা অতিথি সেবক কুকুরকে সংগত না করিয়া তাঁবুতে প্রবেশ করে। মোঙ্গল কুকুরগুলি আকারে প্রকারে সকল বিষয়েই নেকৃড়ে বাঘের মত । অতিথি হাতে লাঠি লইয়া তাবুতে প্রবেশ করিলে উহ! সৌভাগ্যের চিহ্ন বলিয়া বিবেচিত হয়। স্ত্রীলোকেরা তাবুর দুয়ারের কাছে শোয় । শুইবার পূৰ্ব্বে কেহ গাত্রবস্ত্র ত্যাগ করে না। অতিথি দরজার কাছে আপিলে তাহাকে "মে সু" (Meudu) বলিতে হয় এবং অগ্নিকুণ্ড ডিঙ্গাইয়া যাইয়া গুহস্বামীর কাছে বলিলে পর নস্তাধারের অদল বদল হয়। বিদেশীদের নস্তাধার থাকে না, এ-জন্ত তাহারা নস্তাধার বিনিময় করিতে পারে না, শুধু গ্রহণ করে। ইতিমধ্যে মেয়েরা চা তৈয়ারী করে । কত্রী সকলের অাগে বিছানা ত্যাগ করে এৰং চা তৈয়ারী করে। - [=} ممامه- مسج محمام مامه