বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- আকাশে প্রভাতের আলে৷ কুটিয় উঠিয়াছে ; বৃষ্টি श्र14 ना३-दूष्टि पाभिग्ना८झ् । বৃষ্টি থামিবার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বন্যার প্লাবনও কমিয়া আসিল। তখন এই ক্ষুদ্র দল জোলা (Zoulla) নামক স্থানের দিকে অগ্রসর হইলেন। তাহাঁদের §two for 44tá Casotattoo (Robert Napier's) বিজয়ী সৈন্তদের সাংত মিলিত হওয়া। কিছুকাল পরে তাeারা সংবাদ পাইলেন যে, রবার্ট নেপিয়ার মাগ৬{ল (Mugalala) জয় করিয়াছেন। তখন ১৮৬৮ সালের এপ্রিল মাস। এ বিজয়-বার্তা ‘satio go do' (New York IIerald) ato কাগজে তারলোগে পাঠাইয়। এহ ক্ষুদ্র দলের নেতা নিশ্চি স্তু হইলেন। এই ক্ষুদ্র দলের নেতার নাম হেনরি মর্টন ষ্টানাগ-- ‘নিউ ইয়ক হেরল্ড কাগজের যুদ্ধের সংবাদদাতা রূপে আফ্রিকায় আসিয়াছিলেন। নানা বিপদআপদকে তুচ্ছ করিয়া, জীবনের মায়া না করিয়া, যুদ্ধের সংবাদ দাতারূপে ষ্ট্যানলি অল্প সময়ের মধ্যেই বিশেষ প্রতিষ্ঠালাভ করিয়াছিলেন। ষ্টানলির প্রকৃত নাম *A cotts (John Row. land)। তিনি ১৮৪১ খৃষ্টাব্দের জুন মাসে ডেনবিগ, (locul.tuh) নামে একটি ছোট সহরে জন্মগ্রহণ করিয়াছিলেন। ডেনবিগ, ওয়েলসের ( Wales ) অন্তর্গত। ষ্ট্যানলি যে বংশে জন্মগ্রহণ করেন সেই বংশের লোকেরা এক সময়ে যুদ্ধ করিয়া খাতিলাভ করিয়াছিলেন । কাজেই, তাহার রক্তধারার মধ্যে নির্ভীকতা এবং সাহসিকতা পুরা মাত্রায়ই বিদ্যমান ছিল । হেনরির বাল্যজীবন দু:খময় । তাহার জন্মের কয়েক সপ্তাহের মধ্যেই পিতার মৃত্যু হইয়াছিল। তাছার মা তাহাকে প্রতিবাসীদের অনুগ্রহের উপর ফেলিয়া রাখিয়া লণ্ডনের এক কারখানায় কাজ করিতে চলিয়া গিয়াছিলেন। হেনরির আত্মীয় স্বজনের কেহই তাছাকে আশ্রয় দিল না । নিরাশ্রয় বালককে তাহার এক অনাথাশ্রমে পাঠাইয়া দিল । সেখানে বালক হেনরির উপর অমান্নুষিক অত্যাচার চলিত। একজন শিক্ষক এই অনাথ বালককে এমন ভাবে প্রচার করিতেন যে, হেনরি জীবনে কোন দিন সেই ভয়াবহ স্মৃতি ভুলিতে পারেন নাই । হেনরি তাহার আত্মজীবন-চরিতে লিথিয়াছেন—“জীবনে আমি কখনও কাহারও নিকট হইতে স্নেহ বলিয়৷ - -- - foots stoo - 38 e - ८कांन छिनिष*ाझे नाहे ।” टेiान्निब्र वांना औरट्नब्र করুণ কাহিনী পড়িলে চোখের জল রোধ করা যায় ন। তিনি অনাথ আশ্রমে থাকবার সময় লেণ্ট আসপ (St. Asaph) নামক অনাথ আশ্রমেরই একটি বিদ্যালয়ে কিছু কিছু পড়াশুনা করিয়াছিলেন। পড়িতে তাহার খুব ভাল লাগিত। ভূগোল পড়িয়া দেশ-বিদেশের কথা জানিবার জন্ত তাহার একটি বিশেষ আগ্রহ ছিল। হেনরি নক্সা আঁকিতেও বেশ শিখিয়াছিলেন । কিন্তু তিনি এই অনাথাশ্রমে থাকিবার সময় একদিনের জন্যও শাস্তি পান নাই। দিনরাত্রি অমানুষিক অত্যাচার, মার-ধর তাছার জীবন বিষময় করিয়া তুলিয়াছিল। একদিন তিনি অনাথাশ্রম হইতে লিভারপুলে পলাইয়। আসিলেন। তিনি লিভারপুলে আসিয়। জাহাজের বালক-ভূত্যের কাজ লইয়া আমেরিকার নিউওলিয়েন্স ( New Orleans ) নামক স্থানে গমন করেন । নিউওলিয়েন্সে হেনরির ষ্ট্যানলি নামক একজন ধনী সদাগরের সহিত পরিচয় হইল। এই ভদ্রলোক হেনরিকে আপন সন্তানের মত মেং ও যত্ন করিতে লাগিলেন। ষ্ট্যানলি তাঙ্কার জীবনে এই মাত্র প্রথম স্নেহ ও দয়ার মধুর আস্বাদন লাভ করিলেন। বালক হেনরি সদাশয় মি: ষ্টানলির প্রতি এতদূর শ্রদ্ধাবান হইয়াছিলেন যে, তিনি তাছার পোষ্যপুত্র স্বরূপ হইয় তাহার নাম বদলাইয়৷ ষ্টানলি নাম গ্রহণ করেন। ছভাগ্যক্রমে ১৮৬১ খৃষ্টাব্দে মিঃ ষ্টানলির মৃত্যু হইলগৃহ-হারা হেনরি আবার পথে বাহির হইলেন । এসময়ে আমেরিকায় গৃহযুদ্ধ আরম্ভ হইয়াছিল। ষ্ট্যালি সৈন্যদলে যোগ দিয়া যুদ্ধ করিতে গেলেন। সিলোরের (Shiloli) যুদ্ধে তাহাকে শক্রহস্তে বন্দী হইতে হইয়াছিল। ৰন্দী অৰস্থায় তিনি অত্যন্ত পীড়িত হইয়া পড়িয়াছিলেন বলিয়। তাছাকে ছাড়িয়া দেওয়া হয়। মুক্তি পাইয়া ষ্টানলি জন্মভূমি ডেনবিগে (Denbigh) ফিরিয়া আসিলেন । কিন্তু তাহার আত্মীয়-স্বজনেরা আবার পূৰ্ব্বের মত দুৰ্ব্ব্যৰছার করিতে লাগিল এবং স্পষ্টতঃই বলিল, তুমি আমাদের বংশের ও জাতির কলঙ্ক, যত পার দেশ ছাড়িয়া যাও ১৮৬৪ খৃষ্টাব্দে ষ্ট্যানলি নাৰিকের কাজে প্রবেশ করিলেন এবং অল্প সময়ের মধ্যেই বেশ প্রতিষ্ঠালাভ করিয়া উচ্চপদে অধিষ্ঠিত হন। কত বার যে র্তাহাকে বিপন্ন হইতে হইয়াছে, কত বার যে র্তাহার প্রাণ + -