পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- -- ঘোড়াটি মবিয়া গেল, দেশীয় ডুস্থোর বিদ্রো করিল, অনেকে পলাইয়া গেল, কেহ কেহ তাঙ্গকে আক্রমণ করিতেও ইতস্ততঃ করিল না। ষ্ট্যানলি অসাধারণ ধৈর্য্য ও সহিষ্ণুতার সহিত তাহাদিগকে দমন করিলেন। কিন্তু চায় ! একটি বিপদের পর আর একটি বিপদ আসিয়। উপস্থিত হইতে লাগিল । ষ্ট্যানলি কিছুতেই ভীত হইলেন না। খাগাভাব ঘটিল, দলের লোকেরা বিদ্রোষ্ট করিল, অনেক লোকজন পলাইয় গেল—নিজে দুইবার গুরুতর রোগে অtফ্রান্ত হইলেন, তবু এই নিৰ্ভীক বীর অগ্রসর হইতে লাগিলেন । ডাঃ লিভিংস্টোনকে খুজিয়া বাহির করিতেই চুইবে, এই হইল তাছার দৃঢ় পণ। অবশেষে ইউজিজির পথ পাইলেন । কিন্তু পপ রোপ করিয়া দাড়াইয়াছিল আফ্রিকার একজন দুৰ্দ্দা স্ত সদার । তাহার নাম মিরাম্বো (Mirambo) । মিরাঙ্গোকে সকলে নাম দিয়াছিল “মধ্য আফ্রিকার cacottfoota” (Napolion of Central Africa) ডেভিড লিভিংষ্টোন ও ষ্টানলির সাক্ষাৎ কাজেই বাধ্য হইয়। তাইকে ইউজিজি যাইবার এই পথ ছাড়িতে হইল। ছভাগ কখনও এক আসে না । এই সময়ে একজন ইংরাজ অল্পচরও তাছাকে ত্যাগ করিয়া চলিয়া গেল। অার দলের লোকদের মধে। মারামারি কাটাকাটি, সে ছিল নিত্যকার ঘটনা ! একদিন রাত্রিকালে ষ্টানলি তাহার তাবুতে আসিয়া একান্ত নিরাশ মনে বসিয়া পড়িলেন । মনে হইল, > 8 o R =िश्व-पक्षलान्ट्राप्टी


তাছার এ যাত্রা ব্যর্থ হইল ; মৃত্যু নিকট। দিনের পর দিন যাইতেছে, অথচ তাহার তেমনভাবে ত অগ্রসর হইতে পারিতেছেন না। খাদ্যদ্রব্যাদিও কমিয়া আসিতেছে। এদেশে খাদ্যই বা মিলিবে কোথায় ? আর ডাক্তার লিভিংস্টোনেরও কোন সংবাদই পাওয়া যাইতেছে না। কিন্তু ষ্ট্যানলি ঈশ্বরের উপর নির্ভর করিয়া টাঙ্গালিকা জদের দিকে অগ্রসর হইতে লাগিলেন। পথে সংবাদ পাইলেন যে, এই হ্রদের অনেকটা দূরে একজন সাদ, মানুষ আছেন। অবশেষে ষ্টানলি তাহার দলবল সহ ট্যাঙ্গানিক দের তীরে আসিয়া পৌছিলেন। হ্রদের তীরের ছোট গ্রামটিতে পৌছিয়াষ্ট্যানলির দলের লোকের নিশান তুলিয়া বন্দুক ছুড়িয়া হৈ চৈ চীৎকার করিয়া কদের তীরস্থ নির্জন স্থানটিকে মুখরিত করিয়া অ’নন্দ প্রকাশ করিতে" লাগিল। ষ্টানলি অল্পসময় মাত্র বিশ্ৰাম করিয়া ইউজিঞ্জি গ্রামেব দিকে চলিলেন। একটি ছোট পাহাড়ের উপর উঠিয়া দেখিলেন -এ কপানি বড় কুটীরের পাশে কতকগুলি লোকজন দাড়া হয়। আছে । একজন কালে লম্বী লোক তাড়াত ৬ি তাছার দিকে ছুটিয়া আসিয়া ইংরাজীতে বলিল, Good morning sir! ( ट? यङ (उ मश-व । ) এ আর কেহই নহে— লিভং ষ্টোনের প্রিয় ও বিশ্বাসী তা সুসি। তারপর &ানলি ও লিfeং ষ্টোনের ছুহ জনের দেখা হইল । ষ্ট্যানলি এই সাক্ষাতের যে স্বন্দর বর্ণনা করিয়াছেন, সেকথা তোমরা পুৰ্ব্বেত পড়িয়াছ (শিশু ভারতী ン○に、 পৃষ্ঠা ) । তবুও আবার তাহার উল্লেখ করিলাম। ষ্ঠানলি লিখিয়াছেন—“আমি দুর হইতে দেখিলাম, একজন প্রৌঢ় ইংরাজ ভদ্রলোক লাল ফ্রানেলের জাম। এবং ধূসর রঙ্গের পাজামা পড়িয়া বসিয়া আছেন । তাহার মাথায় নীল রঙের কাপড়ের টুপি । আমি তাহার কাছে যাইয়া মাথার টুপি তুলিয়া লইয়। বলিলাম - আপনিই বোধ হয় ডা: লিভিংষ্টোন। - - -