পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ۔ م۔م۔م۔م۔م۔م۔ امام۔ م۔م۔ مہ [P] I-------- জাড়াই তোলা কপূর, মাখম, একপোয়। তণ্ডু ল এবং তিন রাশি তেল পাইতেন । নালন্দার সহিত বাঙ্গালার ইতিহাসের অতি-ঘনিষ্ঠ সম্বন্ধ রঙ্গিয়াছে । বঙ্গালার পrলরাজারা যখন মগধ জয় কবেন. তখন =िदेिs-प्छान्ह्वप्डौ মাত্র এক মাইল । রাজগৃহ বা গয়৷ হইতেও ই তার দূরত্ব বেশী নয়। এখানকার ধ্বংসচঙ্গ দেখিলে বুঝিতে পারা যায়, নালন্দা বিহার কত সুন্দর এবং কত বৃহৎ ছিল । ক চ স্তুপ, কত মন্দিরের ধ্বংসাবশেষ ক্ষুদ্র ক্ষুদ্র স্তুপ বা c5 to নালন্দ ও তাতারা লাভ করেন । মহারাজা দেবপালদেব মগধের সিংহাসনে ছিলেন । দেব পালদেব বীরদেবকে নালন্দা মহাবিহারের সঙ্ঘস্থবির নিযুক্ত করেন । বীরদেল নগবহাবের ( বর্তমান জালালাবাদ ) অধিবাসী ছিলেন । বীরদেব নালন্দার ইন্দ্রশিলা পাহাড়ে দুইটা চৈত্য নিৰ্ম্মাণ করিয়াছিলেন বলিয়াও কথিত আছে । বীর দেবের পরে নরোতপ এবং একাদশ শতাব্দীর প্রথমভাগে দীপঙ্কর শ্ৰীজ্ঞান নালন্দার মগ স্থfবর নিযুক্ত হইয়াছিলেন । দশম শতাব্দী পৰ্য্যন্ত নালন্দা পালবংশীয়দের করতলগত ছিল। ১১৯৬ খৃস্টাব্দে নালন্দ। মহাবিহার ধ্বংস কষ্টয়া যায় । এখন পাটনা জেলার বরগাও গ্রামের দক্ষিণে নালন্দার সমুদয় ধ্বংসাবশেষ পাওয়া গিয়াছে । বরগাও, বিহার লাইট রেলওয়ের একটি ছোট ষ্টেসন। ষ্টেসন হইতে নালন্দার ধ্বংসাবশেষের দূরত্ব সে সময়ে যে আবিষ্কৃত হইয়াছে, তাহা বলিয়া শেষ করা যায় ন। ব্রোঞ্জ ধাতু ও প্রস্তরনিৰ্ম্মি ত মূৰ্ত্তিও অনেক পাওয়া গিয়াছেঃ –যেমন বোধিসত্ত্ব মঞ্জুশ্রী, ত্ৰৈলোকা, বিজয় ধানীবুদ্ধ বক্তসত্ব, ক্ষুদ্র ক্ষুদ্র চৈত্য প্রভৃতি । হিন্দুমূৰ্ত্তি ও অনেক পাওয়া গিয়াছে, তাহাদের মধ্যে বিষ্ণু, সূর্যা, চণ্ডী প্রভূতি । সময়ে আরও হয় ত অনেক কিছু পাওয়া যাইবে । এ সকল মূৰ্ত্তির নীচে খোদিত লিপিও রহিয়াছে । নালন্দার সে যাদুঘর হইয়াছে, সেখানে এই সকল মুক্তি শৃঙ্খলা সহকারে সাজাইয়া রাখা হইয়াছে। অনেকগুলি শীলমোক্ষর পাওয়া গিয়াছে, ত;হার মধ্যে একটি পাওয়া গিয়াছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের । উহাতে লিখিত আছে— "শ্ৰীনালন্দামহাবিহারী অাৰ্য্য ভিক্ষু সজঘস্ত ।” কোন কোন অভগ্ন মাটির ইড়ি পাওয়া গিয়াছে—তাহার ভিতর চাউল প্যান্ত রহিয়াছে ! বিক্রমশিলা বিক্রমশিলা ও একটি বড় বিশ্ববিদ্যালয় ছিল। বাঙ্গালী রাজা পালবংশীয় ধৰ্ম্মপাল অষ্টম শতাব্দীর শেষভাগে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। নানা গ্রন্থ হইতে জানিতে পারা গিয়াছে যে, রাজা ধৰ্ম্মপাল অষ্টম শতাব্দীর শেষ পর্যন্ত রাজত্ব করিয়াছিলেন এবং ঐ সময়েই এই Տ 88Ե