বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- -- সাম্রাজ্য অনেক গুলি ভিন্ন ভিন্ন অংশে বিভক্ত করা হইত। এই সকল অংশের শাসক একজন "মহাক্ষত্রপ’ হইতেন । মহাক্ষত্রপের অধীনে একাধিক ‘ক্ষত্রপ’ হইতেন। পরবর্তী কালে এই সকল উপাধির প্রকৃত অৰ্থ লোকেরা বিস্মৃত হইয়াছিল। ক্ষত্রপের মহাক্ষত্রপের অধীনে থাকিতেন কিন্তু মহাক্ষত্রপেরা স্বাধীন হইয়াছিলেন।

  • a*-*it*a *f*t*i ( Kafristan ), তক্ষশিলা (Taxila), মথুরা, উজ্জয়িনী ও দক্ষিণে জুনার নামক স্থানে প্রবর্তিত ছিল।

همه اع۹==eless esttمه ae= عstچ= সাম্রাজ্য স্থাপন করিয়াছিলেন। র্তাহার দক্ষমিত্রা নাম্বী এক কম্বা ছিলেন। দক্ষমিত্রার পতি শক উষবদাত শ্বশুরের প্রতিনিধি রূপে atgātā(Ajmere), *sfēgtalog(Kathiawar), গুজরাট, পশ্চিম মালব, উত্তর কোঙ্কন ও নাসিক প্রদেশ শাসন করিতেন। এতদ্ব্যতীত অন্যান্য প্রদেশ নহপান নিজেই সাক্ষাৎ ভাবে শাসন করিতেন। উষবদাত দানবীর ছিলেন। তাহার প্রভূত দানের কথা নাসিকে প্রাপ্ত কতকগুলি শিলালিপিতে বর্ণিত আছে । ক্ষহরাত বংশ দক্ষিণাত্যের এক বিস্তীর্ণ ' নাসিক গুহা জুনারের ক্ষত্রপ বংশের নাম ছিল ‘ক্ষহরাত ; ইহারা সম্ভবতঃ জাতিতে শক ছিলেন । এই বংশের প্রথম শাসক ছিলেন 'ভূমক’। তিনি কাহার অধীনে ছিলেন, কিছুই স্থির করিয়া বলা যায় না। তবে ইহা নিশ্চয় যে, এই বংশের নহপান নামক ক্ষত্রপ খৃষ্টপূৰ্ব্ব প্রথম শতাব্দীর শেষ ভাগে স্বাধীন রাজা হইয়া এক বিশাল እ8ካr@ কালে গুe1 অংশ নিজেদের অধিকারে লইয়া অভ্যাসিয়াছিলেন। শাতবাহন রাজশক্তি এইরূপে হীনপ্রভ হইয়া পড়িয়াছিল। শাতবাহনেরা বহুকাল শক্তিহীন ও অধিকারভ্রষ্ট থাকিলে পর, নিজেদের লুপ্ত গৌরব ও ভ্ৰষ্ট রাজ্য ফিরিয়া পাইয়াছিলেন। এই পুনরভুখোন ভঁাতাদের ত্রয়োবিংশ নৃপতি গৌতমপুত্র শাতকণীর [E]ممممممم۔