বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- শিশু-ভগৱতী -- তাহা হইলে তাহারা এক পা ও অগ্রসর হইবে না। কেননা,ঐরুপ না করিলে তাঙ্গাদের যাত্রা শুভ হইবে না। তবু যা হ'ক, শেঘটায় তাহারা যাত্র আরম্ভ করিল। কয়েক সপ্তাহ বেশ নিরাপদে কাটিয়া গেল। পার্ক একটা গ্রামের পাশ দিয়া যাইবার সময় দেপিতে পাইলেন যে, খুব বড় একটা গাছের ডালে কতকগুলি অদ্ভুত রকমের কাপড় চোপড় ঝুলিতেছে। তিনি এক জন অনুচরকে জিজ্ঞাসা করিলে-ঐগুলে। কি ? সে বলিল, জানেন না মশাই, এ গুলো হইতেছে মুম্বে জুম্বোল পোষাক পরিচ্ছদ , ইনি হইতেছেন বনের দেবতা। গামের কোন স্ত্রীলোক যদি স্বামীর অবাধ্য হয়, তাহ হইলে মুমলে। জুম্বে। দেবতা মুরের পার্কের প্রতি অত্যাচার করিতে উষ্ঠত তাকে শাস্তি দেন অর্থাৎ দেবতার নামে গ্রামের লোকেরা সেই হতভাগিনী স্ত্রীলোককে যারপরনাই সাজা দিয়া থাকে। ১৭৯৬ খৃষ্টাব্দে তিনি জার (Jarra) পৌঁছেন। যুরদের রাজ্যের সীমাস্থের এই শহরটিতে পার্ক যে সাদর অভ্যর্থন। পান নাই,একথা সহজেই বুঝিতে পার একে ইউরোপীয়, তাতে খৃষ্টান, কাজেই, মুরের ভীষণ কুদ্ধ হইয়া একাকী ও অসহায় পার্কের উপর ভীষণ অত্যাচার কলিতে আরম্ভ করিল। পার্ক এ সময়ের কথা উল্লেখ করিয়া লিখিয়াছেন—“আমি এ সময়ে যেরূপ কষ্ট পাইয়াছি, এ জীবনে আর কখনও ঐরূপ ক্লেশ পাই নাই। স্বর্য্যোদয় হইতে স্বৰ্য্যাস্ত পৰ্য্যগু মুরের আমাকে অসঙ্গ ক্লেশ দিত। আমাকে তাহারা গরুর গামলায় কবিধ জল থাইতে দিত। এখানে পাক প্রায় চারি মাস কাল বন্দী অবস্থায় থাকার পর উদ্ধার পাইয়াছিলেন। এক নতন শত্রুদল মুরদের রাজ্য আক্রমণ করে, সেজন্ত তাহারা অতিরিক্ত মাত্রায় ব্যস্ত থাকার সময় সুযোগ পাইয়া পাক পলায়ন করিতে পারিয়াছিলেন। তিনি মরুভূমির দারুণ গ্রীষ্মে একাকী সহায়-সঙ্গণহীন ও পাখীন অধস্থায় যাত্রা করিলেন । এ সময়ের অবস্থা কি ভীষণ । অন৷হারে অনিদ্রায়ু পথ চলিতেছেন, কষ্টের অবধি নাই ! একদিন পথের ধারে একটি ছোট গ্রাম দেখিতে পাইয়া গদ্য সংগ্রহের জন্স পাক গ্রামের মধ্যে প্রবেশ করিলেন । কিন্তু কোন ও খাদ্য মিলিল না— একান্ত নিরাশ মনে যখন গিরিতেছিলেন, তখন গ্রামের ধারে একটি ছোট কুড়ে ঘণের মধ্যে একজন বুদ্ধা নিগেরমণীকে চরকা কাটিতে দেখিতে পাইলেন বুদ্ধ নিগ্রোরমণী পার্ককে খাবার দিল এবং খোড়াকেও দানা দিল । পাক কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ ঐ রমণীকে তাহার একখানি রুমাল উপহার দিলেন। এ সময়ে গ্রামের লোকেরা বৃদ্ধার কুটারের পাশে আসিয়া জড় হুইতেছিল। পাক দেখিলেন যে, ঐ দলের মধ্যে অনেক মুর ও রহিয়াছে, এজঙ্ক আর এক মুহূৰ্ত্তও কালবিলম্ব না করিয়া ঘোড়া ছুটাইয়া দিলেন। সে রাত্রিতে পাক নিবিড় বনের মধ্যে ঘোড়ার জিন মাথায় দিয়া শুইয়া কাটাইলেন । তিন সপ্তাহকাল এইরূপ নানা যন্ত্রণ ও ক্লেশ সহ করিয়া পাক বাম্বার(Bambara)-র সীমায় আসিয়া পৌছিলেন। এখানকার স্থানীয় লোকেরা খাদ্য ও আশ্রয় দিয়া তাহাকে সাহায্য করিয়াছিল। পার্ক এখানে একটু নিশ্চিন্ত মনে দুই তিন দিন বিশ্রাম করিলেন এবং পরে একদল লেগো (Sago)-যাত্রী নিগ্রোর সহিত সেগো রওয়ানা হইলেন। সেগো বাম্বারার রাজধানী। নিগ্রোরা সব তাহদের ঘোড়ায় চড়িয়। বেগে যাইতেছিল, কিন্তু এ সময়ে পার্কের ঘোড়াটি একান্ত দুৰ্ব্বল ও অশক্ত হইয়। পড়িয়াছিল। এইরূপ একটি মৃতপ্রায় প্রাণীর পৃষ্ঠে আরোহণ না করিয়া তিনি ঘোড়ার লাগাম ধরিয়া হাটয়া চলিলেন। -o-o-o- ـهـهـ - هجه جه-به-به-+ همه جدجه حم--- اجسام محمامه