বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- তিনি যে বাড়ীতেই যান, লোকে দরজা বন্ধ করিয়া দেয় । ক্ষুৎপিপাসায় একান্ত কাতর হইয়। পার্ক একটা গাছের তলায় লগিয়া রছিলেন। এই সময় বৃষ্টি পড়িতেছিল । রাত্রিকালে, বৃষ্টির ধারায় ও শীতে কাতর পার্ককে মুষ্টিমতী দয়ার ন্যায় দুইজন শিশু-ভারতী --- --- -- [բ] নাই মা, বধু নাই, খেতে কে দিবে ভাই ? কে তারে দেবে ঠাই ? বৃষ্টি ঝড়ে ! - মঙ্গোপার্ক তাহার রোজনামচায় লিখিয়াছিলেন যে, “আমার সমস্ত অভিযানের পথে, দেশীয় মেয়েরাসে যতই গরীব হউক না কেন, আমাকে খাদ্য, পানীয় এবং শয়ন করিবার জন্ত মঙ্গোপক নাঈজীর নদী পার হইতেছেন নিগ্রে গ্ৰী:পাক গুহে আনিয়া আশ্রয় ও খাদ্য দিয়াছিল। মঙ্গোপাক দেশীয় ভtধা জানিতেন । সে দেশের মেয়েরা সন্ধার পর ঘরে বসিয়া চরকায় স্থত। কাটে, আর গান গায় মঙ্গোপাকের নামে তাছার গান তৈয়ারী কfরয়। গাছিয়ছিল,--পাক BKB B BBBB BBSBB SCtCBSBBS SDS এখানে দিলাম :The winds 10:1red and the rains fell, The poor white inan, faint and weary, ('ame and sat under our trec. He has no mother to bring him milk, no wife to grind his corn. বাতাস গরজায়, বৃষ্টি পড়ে ; পণিক দরজায়, বিদেশী অসহায়, কান্তর সে যে হাম, বিধম ঝড়ে । কাছে মা নাই তার, দুপ কে দেবে আর ? গরম ক'রে আর আদর ক'রে ? বধূ সে কাছে নাই, গম কে ভাঙে ভাই ; রটি কে গড়ে বল তাছার তবে ? বিদেশী অসহায়, কোথা সে ধাবে হায় ? আমরা তারে আয় বঁাচাই ঝড়ে ; >0.8 o নিজেদের সাধ্যমত মাদুর আনিয়া দিয়াছে।” এই ভাবে অনেক দিন কাটিয়া । গেলে পর এক দিন বাম্বারার রাজা মানসোঙ্গের (Mansong) । নিকট হইতে উপহার স্বরূপ ৫ • • কড়ি লইয়া এক জন দুত আসিয়া বলিল, তুমি এই শঙ্কণ্ডে গেগে। অঞ্চল ছড়িয় চলিয়া যাও । কেন এই শাদা লে। কটি এ অঞ্চলে আসিয়াছে এবং অবিস্কার বলিতে কি বুঝায়, এ বিষয়ে রাজ !র কোন ধারণাই ছিল না। রাজা পাককে কোন পাশ্ববৰ্ত্তী দেশের রাজার গোয়েন্দা মনে করিয়াই হয়ত ঐরুপ আদেশ দিয়াছিলেন । একজন পথ প্রদর্শক সঙ্গে হয়। মঙ্গোপাক সোগে। পরিত্যাগ করিলেন । এইবার ঠাণ্ডারা উত্তর পুৰ্ব্ব দিকের পথ ধরির ছলিলেন। পথ চলিতে চলিতে হঠাৎ একট। .ছাট শাহ1:ভূর পারে Lল পের কাছ। কাছি আসিয়া ঠাখার পথ প্রদর্শক থমকিয়া দাড়াইল । সে পাককে আঙ্গুল দিয়া দেখাইল যে, ঝোপের পাশে মস্ত বড় একটা সিংহ থাবা পাতিয়া বসিয়া আছে— তাহাদিগকে আঞমণ করিবার উদ্যোগ করিয়া। ঐখানে চুপ করিয়া না থাকিয় তাহারা দুইজনে আস্তে আস্তে ঘোড়া ছুটাইয়া চলিলেন। আশ্চর্য্যের বিষয় এই যে, সিংহ তাহাদিগের কোনও ক্ষতি করিল না। পর দিন পাতঃকালে ঘোড়া এমন ক্লাস্ত হইয়া পড়িল যে, সে আর নড়িতে পারে না। নিরুপায় পার্ক ঘোড়ার লাগাম ও জিন নিজে কাধে করিয়া লইয়া চলিলেন, আর ঘোড়াটাকে চড়িয়া খাইবার জনা ছাড়িয়া দিলেন। এই ভাবে কাটিতে ছাটিতে কিয়া (Kca) নামে নাইজার নদীর তীরে একটি গ্রামে আসিলেন। এখান হইতে তাঙ্কার পথ-প্রদর্শক চলিয়া গেল।

  • এই গানটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ

- - --