পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

همهه-محم- ج1 বানিঙ্গোর উন্নতির জন্তু আমরা জলের দাগ। তরণী সংযোগে যে বাণিজা হয়, তাহার অল্পাংশ মাত্র ও রেল বা গাড়ী বা বাহক সংযোগে হয় না ; হইতেও পারে না ; কেন, তাহ। আশা করি, বুঝাইয়া বলিতে হইবে না । জলের উপকণ্ঠেই সমৃদ্ধশালী নগরীগুলি গঠিত হইয় ওঠে । জলের কথায় জল-ঘটিকার কথা মনে পড়িয়া গেল। ঘটিকা যঙ্গের আবিষ্কারেব পূৰ্ব্বে জল-ঘটিকা ও বালুকাসন্থের দ্বারা সময় পরিমিত হহত । একটি পাত্রের তলদেশে স্বগন্ন একটি ছিদ্র করিয়া জলে ছাড়িয়া দিলে, তাহাতে ক্রমে জলঘটিক சை জলের ঘড়ি জল উঠিতে থাকিবে ও কিছু সময়ের পরে জলপূৰ্ণ ইষ্টয়া বাটটি চুৰিয়া যাহৰে । পূৰ্ব্বকালে দিনমানের ভিতর কমবার সেই বাটটি ডুবিতে পারে জানিয়া লহয়, নিমঙ্গনের সংখা গণনা করিয়া দিনমানের কতক্ষণ আতিবাহিত হইল, বলিয়া দেওয়া হইত। জলের ব্যবহারের আরও অনেক উদাহবণ (不8※1 河村あて○ ?tt立* l পৰ্ব্বত-গাত্র হইতে ধাতব পদার্থ নিষ্কাশন করিতে জলের ব্যবহাব করা হয়। ধাতুপুণ পদত হইতে খড়ি শিরাগুলির উপর পাইপে করিয়া "*" প্রচণ্ড বেগে জল প্রপাতিত করা ছয় লেই বেগে প্রস্তর-চুর্ণ হইয়া ধাতুও প্রস্তর-চর্ণ জলের সহিত প্রবাহিত হইয়া আসে। প্রস্তর-চুর্ণ হইতে ধাতু-কণাগুলি পৃথক করিতেও জল ব্যবহৃত হয়। ধাতু-কণাগুলির ধাতু-কণা পৃথক আপেক্ষিক গুরুত্ব অনেক বেশী ও *" প্রস্তর চুর্ণের অপেক্ষাকৃত অনেক কম হওয়ায় মিশ্রণটি চালু চোতারার উপর ফেলিয়া তাহার উপর জল প্রবাহিত করাইলে প্রস্তর-চুর্ণ - ---

  • @ 8*.

অনেক দূরে স্থানান্তরিত হইয়া যায়, কিন্তু ধাতুকণাগুলি বেশী দূরে বাহিত হইয়া যায় না। জল-চিকিৎসা নামক এক রকম চিকিৎসা পদ্ধতি আছে। আমরা শ্রাস্তি দুর ও শরীর শীতল করিতে ও শরীরের বাহিক ক্লেদাদি ধুইয়। ফেলিতে জলের ব্যবহার করি । এই চিকিৎসায় নানারূপ ভাবে মানের, অঙ্গ स* f5fक९गl পাচপে পৰ্ব্বত-গাত্র ধৌত করিয়া ধাতু-কণা বাহির করা হইতেছে নিমজ্জনের ও সিক্ত কম্বলাদি দিয়া দেহ আচ্ছাদনের ও গরম এবং শীতল জলের নানা রূপ ব্যবহারের বিধি আছে। বিবিধ ব্যাধিতে অনেকে এই চিকিৎসায় সুফল পাইয়াছেন। মাটির নীচে জল সন্নিকটে কোথায় আছে, তাহা জানিবার জন্য একটি অদ্ভুত প্রক্রিয়া অনেক স্থলে ব্যবহৃত হয়। বেদেরাই নাকি এই বিদ্যা কিছু কিছু জানে। গাছের একটি ডাল হাতে সাম্যাবস্থায় রাখিয়া তাহারা পরীক্ষণীয় প্রদেশটিতে ঘুরিয়া বেড়ায় । যে স্থানে ডালট অসাম্যাবস্থা প্রদর্শন করে, সেই স্থানে জল সন্নিকটেই আছে, বুঝিতে হইবে । জল খোজা