বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ாா_ 2.É. কুকুর, বিড়াল, গরু প্রভূতি もご(。 জন্তু সকল দেশেই পাওয়া । লয়। এই সকল প্রাণীর খাওয়া দাওস, চলা-ফেরা, পাস করিবার প্রথা চালচলন গ্র ভুহি সকল দেশেই সমান। আমরা এখানে এই সব জম্বু জানোয়ারের শপের বিসমুহ প্রথম আলোচনা করিল। এই সকল মুক প্রাণী কেমন করিয়া ভিন্ন ভিন্ন শব্দ করে এব" কোন শব্দের দ্বারা সঙ্গী ও সার্থীকে ডাকে এবং কেমন করিয়া শক্রর আক্রমণে বাচ্চাদের সতর্ক করিয়া দেয়, এ সকল বিষয়ের বৈজ্ঞানিক গবেষণ। এখনও ভাল করিয়া হয় নাই । কিন্তু আমরা সকল সময়ই দেখিতে পাই যে, এই সকল জল্লুর ঐ সব কাগোর যখন প্রয়োজন হয়, তখন শব্দ করিয়া বা ডাকিয় তাহদের উদেখা সিদ্ধ করে । তোমরা দেখিয়া থাকিবে গাভী নিজের বাছুরের শোজে বা তাহাকে দুধ খাওয়াইতে একটু বিলম্ব হইলে হাম্বা হাম্বা শব্দে চীৎকার করিয়া গুহ-স্বামীকে বাস্ত করিয়া তোলে। যদি মাঠে বাছুরকে অনেকটা সময় দেখিতে না পায়ু,—কিম্বা যদি দেখে সে এমন কোন জায়গায়ু যাইতেছে যেখানে বিপদের আশঙ্কা আছে, তবে গাভী হাঙ্গ রব করিয়া বাছুরকে নিকটে ডাকিয়৷ আনিতে চেষ্টা করে। আমাদের মানুষের শরীরে যেমন শব্দকারী ঘন্ত্র আছে, সকল প্রকার চতুষ্পদ জন্তুর এবং পাণীর শরীরেও সেইরূপ শব্দকারী যন্থ বিদ্যমান আছে। তোমাদিগকে পূৰ্ব্বে বলা হইয়াছে যে, গলার মধ্যে একটি ঝিল্লীর পদ্ধা আছে । Vibratory _ C. to o - জানোয়ারের শব্দ গুইপালিত জীবজন্তুদের মধ্যে ...T.T. on

  1. 4 +1. ९.५ ** :ே::::::: হইয়া ঐ ঝিল্লীকে কম্পিত

membranous reed ) I ফুসফুস হইতে বায়ু নি:স্ত s - করে, তাছাতেই শব্দ হয় । মানুষের নানা প্রকারে শব্দ উচ্চারণ এবং গান করিপার ক্ষমতা সেই ঝিল্লীর সঙ্কোচন ((outractium) এবং মুপের ভঙ্গী দ্বারা সম্পাদিত ইয়। জন্তুদের মধ্যে কিন্তু সেই ক্ষমতা অতি অল্প । সেইজন্যই একই জন্তু নানা প্রকার শব্দ করিতে পারে না। গা ভী কেন "ছাম্বা’ রব করে, এবং কুকুরই বা লেন ‘ঘেটু দেউ' শব্দ করে, চাই আমাদের প্রথম প্রশ্ন । শব্দের বিভিন্নত কতকটা জ্ঞস্থর গলার আকার, গঠন, দৈর্য্য, মুখের তা এবং অন্তান্ত ছোট ছোট শব্দ কারী ঝিল্লী সংযুক্ত পেশীর উপর নির্ভর করে। এ বিষয়ে আমরা বিশেস ভাবে কিছুই জানি না। কুকুরের ঘেউঘেউ শব্দ এবং শুগালের "হুয়া হয়। চাৎকারের মধ্যে কিছু কিছু সামঞ্জস্ব আছে । কুকুর এবং শৃগাল উভয়েই এক জাতীয়। তবে কুকুর গ্ৰহপালিত হওয়ায় তাষ্ঠীর আচার-ব্যবহারে এবং শব্দে অনেকট। ভদাং হুইয়া গিয়াছে। কুকুরের ঘেউঘেউ শব্দ শ্রীতিমধুর ন হইলে ও তাহার দ্বারা গুহ-স্বামীর অনেক উপকার হয়। দিনের বেলা ও রাত্রিতে অনেক সময় তাহাকে চুপটি করিয়া ঘুমাইয়া থাকিতে দেখা যায়, কিন্তু তাহার ঘুম খুবই পাংলা, একটু শব্দ হইলেই, সামান্ত একটু পাতা পড়িবার শব্দ হইলেই জাগিয়া উঠে। রাত্রিতে সামানা একটু শব্দ শুনিয়াই চোরের অনুসরণ করে। কুকুরের শ্রবণ-শক্তি অত্যন্ত তীক্ষ। কোন কোন দেশে রাত্রি শেষে মেষপালক মাঠে তাহার মেষগুলিকে একত্র করিয়া |