বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যখন আমার আদেশ অমান্য করিয়াছ,তথ- তোমার রাজা আমি তোমার এক ভূতাকে দিব । তবে তোমার পিতা ডেভিডের খাতিরে তোমার জীবদ্দশায় ইহা ঘটিরে না । তোমার পুত্রের হাত হইতেই রাজ্য কাড়িয়া লইব । তথাপি তাহার প্রতি এই টুকু করুণা আমি দেখাইব—সে একেবারে রাজ্যচু্যত হুইবে না। জেরুসালেম তাহার অধীনেই থাকিবে, আর ইস্কেলের একশাখ। তাছাকে রাজা বলিয়। স্বীকার করিবে।” এদিকে সোলোমন নেলাতের পত্র জেরোবোয়ামকে (Jeroboamı the son of Nebat)f*h*obtâîto* কাৰ্য্যপরিদর্শক নিযুক্ত করিয়াছিলেন। একদিন তাহার সঙ্গে ভবিষ্যদ্বক্তা (prophet) *tfreiz. (A hijal) দেখা হয় । তিনি জেরোবোরামের দেহ কইতে তাঙ্কার নূতন উত্তরীয় তুলিয়ালষ্টয়ু টুকর। টুকরা করিয়া ছিড়িয়। ফেলিলেন । সৰ্ব্বসমেত বারটি টুকরা লাহির হইল। তিনি জেরোবোয়ামকে বলিলেন, “দশটি টুকরা লও। কারণ ভগবান বলিয়াছেন যে, তিনি সোলোমনের পুত্রের হাত হইতে ঈস্লেরাজা কড়িয়া লইবেন। তবে ডেভিডের পাতিরে তাহাকে একেবারে পথে বসাইবেন ন। ইম্রেলের একটি শাখা তাহাকে রাজা বলিয়া মানিবে। আর তুমি যদি ভগবানের আদেশ মানিয়া চল ও ধৰ্ম্মপথে বিচরণ কর, তবে ভগবান তোমার সহায় হইবেন, তোমাকে ইস্কেলের রাজা কfরবেন।” এই সংবাদ সোলোমনের কাণে গেলে তিনি জেরোবোম্রামকে হত্যা করিতে কতসঙ্কল্প হইলেন। কাজেই সে ইস্রেল হইতে পলাইয়া গিয়া মিশরের রাজা শিশাকের (shishak) আশ্রয় লইল । যতদিন পর্যাপ্ত না গোলোমনের মৃত্যু হয় সে মিশরেই বহিল । সোলো মনের মৃত্যুর পর তাহার পুত্র পেচোবোয়াম (Rolloboam)সিংহাসন অধিকার করেন ও সেকেমে (Shechem) হস্ৰেল সস্তানদের সঙ্গে দেখা করিতে যান। এদিকে সোলোমনের মৃত্যুসংবাদ শুনিয়া জেরোবোয়ামও মিশর হইতে প্রত্যাবৰ্ত্তন করিয়া সেখানে উপস্থিত হয়। সমবেত জনতা রেহোবোয়ামকে জিজ্ঞাসা করে—“তোমার পিতা আমাদের উপর নানারূপ কর-ভার চাপাইয়াছিলেন । তুমি যদি তাহার লাঘব কর, তাহা হইলে আমরা তোমাকে রাজা বলিয়া মানিব ।” তখন রেহোবোয়াম তাহাদের বলিলেন, “এখন যাও ; তিন দিন পরে ইহার উত্তর পাইবে।” জনতা ছত্রভঙ্গ হইয়া চলিয়া গেল । রেহেীবোয়াম তাহার. পিতার বৃদ্ধ কৰ্ম্মচারীদের পরামর্শ জিজ্ঞাসা করিলেন। তাহারা তাহাকে প্রজাদের মনোরঞ্জন করিতে উপদেশ দিলেন । তারপর তিনি তাহার সমবয়সী পাশ্বচরদের মতামত জিজ্ঞাসা করিলেন। তাহার। কিন্তু ঠিক বিপরীত পরামর্শ দিল— “আপনি বলিবেন যে, আপনি তাহীদের ভার লাঘব ত করিলেনই না বরং আরও বেশী কিছু করিবেন।” শেষোক্ত পরামর্শই তাছার মনঃপুত হইল । তিনদিন পরে জেরোলোয়ামের নেতৃত্বে ইস্বেলসস্তানেরা তাহার উত্তর শুনিতে আসিলে তিনি তাহাদেব সঙ্গে খুব খারাপ ব্যবহার করিলেন। পাশ্বচরদের পরামর্শমত তিনি বলিলেন, “আমার পিতা তোমাদের স্বন্ধে যে বোঝা চাপাইয়াছেন, আমি তাই মার ও অধিকতর ভালী করিব।” এই উত্তরে সমবেত জনতার মধ্যে বিশেষ অসন্তোমের সষ্টি হইল। তাহারা সবাই তাহাকে পরিত্যাগ করিয়া নিজ নিজ অ্যালয়ে চলিয়া গেল । শুধু জুদাৰ লোকের রেহোবোয়ামকে রাজ বলিয়। স্বীকার করিল। পরে অবগ বেঞ্জামিন-সস্তানেরাও তাহার অধীনতা স্বীকার করিল। রেহোবোuাম তাহার কৰ্ম্মচারী আদোরামকে ইস্রেল সন্তানদের নিকট কর আদায় করিতে পাঠাইলে তাছারা তাহাকে প্রস্তর নিক্ষেপ করিয়া হত্যা করিল। এই ব্যাপারে সতিশয় ভীত তইয়। রেছোবোয়াম্ জেরুসালোম পলাইয়া গেলেন । હfમદદ જૂના વા3ૌ ૭ મમ૩ા કેtલનનાર્મોદ્રા ૮૩દાবোয়ামকে রাজা বলিয়া মনোনীত করিল। জেরোলোয়াম দেখিলেন যে, যদি তাহার প্রজার জেরুসালেমের মন্দিরে পূজা দিতে যায়, তবে আস্তে BB BBBS BBB BBB SBDDJBBBBBB BBB যোগ দিবে। কাজেই, তিনি দুইটি স্বর্ণ গোবৎস তৈয়ারী করিয়া, একটিকে বেথেলে ও অন্তটিকে ডান নগরে স্থাপিত করিয়া তাহীদের পুজা করিতে মাদেশ প্রচার করিলেন। তাছাদের জন্ত পীঠস্থান ও নিৰ্ম্মিত হইল । একদিন যখন জেরোবোয়াম বেথেলে পূজা দিতেছিলেন, এমন সময়ে একজন ভগবৎ প্রেরিত মহাপুরুষ সেখানে উপস্থিত হইয়া এই ভবিষ্যদ্বাণী করিলেন –“আজ যে বেদীতে ধূপ-ধুনা দেওয়া হইতেছে একদিন সেখানে জোশিয়া (Josia) নামে ডেভিডের এক বংশধর এই বেদীর পুরোহিতদের উৎসর্গ


)○ と8