পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=ि =e-पछान्द्रप्डौ রাজাকে দেখিয়া বসন্তক কঁদিতে লাগিলেন। উদয়ন তাহকে আশ্বাস দিয়া বলিলেন, ব্রাহ্মণ, কাদিয়ে না। তুমি আমার কাছে থাক, আমি তোমাকে সুস্থ করিব। ব্রাহ্মণ সেইখানে বসিরা পড়িল। একটু পরে রাজা উদয়ন বসন্তকের এই অপুৰ্ব্ব বেশ দেখিয়া হাসিয়া উঠিলেন । রাজাকে হাসিতে দেখিয়া সখীগণের সহিত রাজকুমারীও হাসিতে লাগিলেন। হাসির বেগ থামিলে বাসবদও ব্রাহ্মণবেশীকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি কাজ জান! ছদ্মবেশী বসন্তক বলিলেন,আমি খুব সুন্দর সুন্দর গল্প বলিতে জানি । রাজকুমারী গল্প শুনিবার আশায় ঐ ছদ্মবেশীকে সঙ্গীতশালায় রাখিয়া দিলেন। [ v ] এহ সময়ে একদিন পেগন্ধরায়ণ অন্তের অদৃশুভাবে আসিয়। রাজা উদমুনকে বলিলেন, রাজন। আর কত দিন আপনি এইরূপ অবস্থায় থাকিবেন ; আপনার আদর্শনে প্রজার। পিশেষ কাতর হইয়া রহিয়াছে। আপনি ঘদি শীঘ্ৰ কৌশাম্বীতে ফিরিয়া না আসেন, তবে কৌশাম্বীর প্রজারা বিদোহ করিয়৷ উজ্জয়িনীরাজ্য আক্রমণ করিবে । যুদ্ধে কি হইবে, বলা ত যায় না। এজন্ত আমার পরামর্শ এই যে, আপনি রাজকুমারীকে ইয়া কৌশাম্বী চলিয়া আহন। আর এচরূপ করিবার উদ্দেশ্যও আছে। চণ্ডমহাসেন আপনাকে কৌশলে বন্দী করিয়া আনিয়াছেন , তাহার এই উদ্দেশ্য ও আছে যে, রাজকুমারী বাসবদত্তার সহিত আপনার বিবাহ দিয়া সসম্মানে আপনাকে fবদায় কপিবেন । । কিন্তু আমাদের পক্ষে সেটা লক্ষ কর । উজ্জয়িনী-রাজ ফাকি দিয়া যেমন আপনাকে বন্দী করিয়াছেন, তেমনি আপনারও উচিত যে, বিবাহের পূৰ্ব্বে রাজকুমারীকে লইয়া আপনার স্বদেশে প্রস্থান করা। এইরূপ হইলে সকলেই বুঝিতে পরিবে, চণ্ডমহাসেন যেরূপ কাৰ্য্য করিয়াছে, কৌশাম্বীরাজ উদয়নও তাঁহাকে তদনুরূপ প্রতিদান দিয়াছেন । রাজকন্যা বাসবদত্তা আপনার বিশেয অনুগতা , আপনি তাহাকে যাহা বলিবেন, তিনি তাহাই করবেন। বিশেষতঃ, তাছার ভদ্রবর্তী নামে যে ছস্তিনী অাছে, সেই হস্তিনী খুব দ্রুত যাইতে পারে। আমি ঐ হস্তিনীর মাহুত আষাঢ়ককে ধন নিম্ন ৰণভূত করিমুtছ । আপনি এখানকার আপনার রওনা হইবেন । চণ্ডমছাসেনের ছাতী নড়গিরি ভদ্রবতীকে কিছুতেই ধরিতে পরিবে না। মহারাজ ! আপনি আজ রাত্রেই বাসবদত্তাকে লইয়া লাহির হইবেন । আমি আপনার বন্ধু পুলিন্দকে পথিমধ্যে সুসজ্জিত থাকিবার জন্য বলিয়াছি । রাজা উদয়ন যথাসময়ে নিজের বন্ধন মোচন করিয়া বাসবদত্তা ও তাহার সর্থী কাঞ্চনমালা এবং বসন্তককে সঙ্গে লইয়া ভদ্রবতীর পৃষ্ঠে আরোহণ করিয়া রাজপ্রাসাদ হইতে বাহির হইলেন। তোরণদ্বারে বীরবাহু ও তালভট নামে দুইজন প্রহরী ছিল । তাহার। তাহাদের গতিরোধ করিলে উদয়ন তাহাদিগকে বধ ভদ্রবর্তী দুর্গপ্রাকার ভাঙ্গিয়া বাহির হইয়া গেল করিলেন । হস্তিনী ভদ্রবর্তী দুর্গপ্রাকার ভাঙ্গিয়৷ রাজপ্রাসাদ হইতে বাহির হইয়া গেল । দ্বাররক্ষকদ্বয় নিহত হইয়াছে, শান্তিরক্ষকের মুখে সংবাদ পাইয়া চওমহাসেন ক্রোধে প্রচও হইয়। উঠিলেন এবং উদয়ন রাজকুমারীকে হরণ করিয়া পলায়ন করিয়াছেন, বুঝিতে পারিলেন । রাজকুমার S guBB BBBBBBS BBBBSBBBBS BBB BuiD u HHHH uBBS BBBB // affaw rtzen zzc wtows en we), frit 3 5f5 wr >0. অহসরণ কfরলেন । উদয়নের সহিত রাজকুমার RW