বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਗੁ----- - - - - - ব্রিটিশ রাজকৰ্ম্মচারীর, সাতজন আরব । চারজন মুসলমান এবং তিনজন খৃষ্টান , তিনজন ইহুদী লইয়া একটি শাসন পরিষদ গঠিত হয় । পরে একটি ব্যবস্থাপক সভারও স্বষ্টি হইয়াছিল– সেই সভা হাইকমিশনার এবং বাইশজন সভা ইয়া গঠিত হয়। ইহার মধো দশজন রাজ কন্মচারী নিৰ্ব্বাচিত হইবেন এবং বাকী বারজনকে ভোটদ্বারা মনোনীত করিবার ৰাবস্থা হইয়াছিল। মনোনীত সভাগণের মধ্যে আটজন মুসলমান, দুইজন ইহুদী এবং দুইজন পুষ্টান হইবে। আরবেরা এহ ব্যবস্থা মানিয়া লইল না ; তাহার ফলে এই নবগঠিত শাসন-পরিষদ একেবারেই কার্যাকরী হয় নাই । শ্যাঙ্কেশষ্টাইল পালেষ্টাইনে ধৰ্ম্মসম্বন্ধে পূর্ণ স্বাধীনতা বিদ্যমান রঙ্গিয়াছে। মুসলমানেরা তাহাঁদের পদ্মবিষয়ে বিচার-ব্যবস্থা, সামাজিক বিধান ও আহুষঙ্গিক কাৰ্য্যাদি বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা গঠিত একটি সমিতি দ্বারা সম্পন্ন করেন । যে সব দান বা * ৪য়াকফ" সম্পত্তি (Wakf) আছে, তাহার শাসন সংরক্ষণের ভার ও এই সমিতির হাতেই আছে। আজ কাল ইহুদীরা এখানে বিনা গোলযোগে বেশ শাস্তির সহিত বাস করিতেছে। প্যালেষ্টাইনের রাস্তাঘাটেরও দিন দিন উন্নতি হইতেছে। এখন মোট R • • শত মাইল পাকা রাস্তা, ৪৪• মাইল কাচা রাস্ত, পায় ১৭৭টি গ্রামে চলাচলেৰ সুযোগ করিয়া lit হাইপ নগরের দৃশু বৰ্ত্তমান সময়ে পালেষ্টাইনের শাসন পরিষদ নিম্নলিখিত ভাবে গঠিত হইয়াছে। ঔপনিবেশিক মন্ত্রীব অনুমোদন ক্রমে হাইকমিশনার দশজন সরকারী কৰ্ম্মচারী লইয়া একটি কার্যকরী শাসন পরিষদ গঠন করিয়া শাসন কার্যা পরিচালনা করেন। কোন ও নূতন আইন কামুন প্রচলন করিতে হইলে একমাস পূৰ্ব্বে সরকারী গেজেটে তাছার খসড়া প্রকাশিত হইয়া থাকে। ইহার দ্বারা জনমত জানিবার সুযোগ ঘটে। তৎপর বিধিব্যবস্থা গৃহীত হয়ে থাকে । ՏՀdd দিয়াছে। শীতঋতুতে আজকাল নানাস্থানে মোটরগাড়ী যাতায়াত করিয়া থাকে। ১৯১৪ খৃষ্টাব্দে পালেষ্টাইনে একখানি মাত্র মোটর গাড়ী ছিল। ১৯২৮ সালে তাহার সংখ্যা জেরু জেলেম সছরের ৯• • খান গাড়া লইয়া ২,••• হাজারের উপরে গিয়া পৌঁছিয়াছে এবং দিনদিনই বাড়িয়া চলিয়াছে। এখন নিয়ামত তাৰে মিশর হইতে হাইফা (Haifa), জাফা (Jana) হইতে জেরুজেলাম এবং হাইফা হইতে সিরিয়া পর্যান্ত রেলগাড়ী

    • 1-тtf:

• • - I미