পাতা:শ্রীশ্রীচৈতন্য শিক্ষামৃত.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম বৃষ্টি । १२४ জীব জড় বদ্ধ হুইয়া আপনাকে জড়াভিমান করিলে, তাহার স্বধৰ্ম্ম যে ভগৱন্দ্ৰতি তাহা আশ্রয়ের সহিত-বিকৃতি লাভ করত। ভগবদ্রুপ বিষয়কে পরিত্যাগ করিয়া, DBDBDBD BD BDB BDD DBDB BD DiB BDBSBD DBBBD S BDD DDD পক্ষীয় সৃগুণ উপাসকগণ যে দেব দেবী পূজা করেন। সে সকল জড়ীয় কল্পনা মাত্র। জড়ীয় কল্পনা গত বিষয়ে জড় রতি যে কাৰ্য্য করে সেই কাৰ্য্য ঐ কলিত দেব দেবী সমন্ধেও করিয়া থাকে। গুলিবরের উপন্যাস শুনিয়া তাহার দুঃখে দুঃখী ও সুখে সুখী হইয়া যেমন্ত পাঠক ও শ্রোতাগণ কল্পিত মানব চরিত্রে সহানুভূতি সহকারে রতি লক্ষণ প্ৰকাশ করেন, তদ্রুপ কল্পিত দেব দেবীর বর্ণিত লীলা স্মরণ করত তৎসেবকগণ রতি লক্ষণ প্ৰকাশ করিবেন। ইহাতে আশ্চৰ্য্য কি ? রামায়ণ শ্রোতা ফোন বৃদ্ধ স্ত্রী, রামের বনবাস গমনে অত্যন্ত ব্যাকুল হইলে, অন্যান্য শ্রোতাগণ তাহার হেতু জিজ্ঞাসা করায় সে কহিল যে তাহার একটী ছাগ বনমধ্যে গেলে আর পাওয়া যায় নাই, সেই কথা স্মরণ করিয়া সে ক্ৰন্দন করিতেছে! এই স্থলে বিবেচনা করুন ঈশ্বর উপাসনা নামে যত লোক ক্ৰন্দন করেন, সে সমুদায়ই শুদ্ধা রতি নয়, তাহার মধ্যে অনেকেই জড় রতির। কাৰ্য্য করেন । এই জড় রতি ও স্থল বিশেষে শুদ্ধ রীতির প্রতিবিম্ব, কল্পিত-দেবোপাসক ও ব্ৰহ্মবাদীদিগের রতি লক্ষণ সমূহ ব্যঞ্জিত করে। পূৰ্ব্বোক্ত চারি প্রকার রতিরই কাপট্য সম্ভাবনা আছে। দুষ্টা স্ত্রী স্বামীর সন্দেহ দূর করিবার জন্য কপট-জড়-রতির উদাহরণ প্ৰদান করে। নৈবেদ্য খাদ্য সামগ্ৰী বিশেষতঃ ছাগ মাংসাদি পাইবার আশায় কল্পিত দেব দেবীর নিকট বহুতর ধূৰ্ত্তলোক রতি লক্ষণ গ্ৰহনাশ করিয়া কপট রতির উদাহরণ স্থল হইয়া উঠে। আচাৰ্য্যের প্রিয়তা ও সাধু মণ্ডলীর প্রতিষ্ঠাও সাধারণ লোকের শ্রদ্ধা এবং মহোৎসবে সম্মান পাইকার আশায় অনেকেই ভাগবতী রতির কাপট্য স্বীকার করত নৃত্য, স্বেদ, পুলকাশ্ৰ, গড়াগড়ি, কম্প ও কখন কখন ভাব পৰ্য্যস্ত লক্ষণ প্ৰদৰ্শন করেন। জগতে এবম্বিধ নানা জাতীয় রতি আছে বলিয়াই যে সকল লোক বিশুদ্ধ ভাগবতী রতির যথা যোগ্য সম্মান না করে তাহারা শোচ্য ও ক্ষুদ্রাশয়। ভাব ভক্তি বিচার সমাপ্ত হইল। "