পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনের সংক্ষিপ্ত ঘটনাপঞ্জী ১৮৩৮ খ্ৰীষ্টাব্দের ২৬ জুন ( ১৩ আষাঢ় ১২৪৫ ) রাত্রি নয়টার সময় কাটালপাড়ায় বঙ্কিমচন্দ্রের জন্ম হয়। এই জন্ম-তারিখ বঙ্কিমচন্দ্রের কোষ্ঠী হইতে গৃহীত। ১৮৪৪ খ্ৰীষ্টাব্দে ছয় বংসর বয়সে মেদিনীপুরে ইংরেজী স্কুলে তাহার শিক্ষারম্ভ হয়। সেখানে তিনি ১৮৪৮ খ্ৰীষ্টাব পৰ্য্যস্ত চারি বৎসর কাল শিক্ষা লাভ করেন। - ১৮৪৯ খ্ৰীষ্টাৰে ফেব্রুয়ারি মাসে কাঁটালপাড়ার সন্নিকটস্থ নারায়ণপুৰ । গ্রামের পঞ্চমবৰ্ষীয়া একটি বালিকার সহিত র্তাহার বিবাহ হয়। ১৮৪৯ খ্ৰীষ্টাব্দে ২৩ অক্টোবর ১১ বৎসর বয়সে তিনি হুগলী কলেজে । প্রবেশ করেন। ১৮৫২ খ্ৰীষ্টাব্দের ২৫ ফেব্রুয়ারি তারিখে ‘সংবাদ প্রভাকরে সম্ভবতঃ তাহার প্রথম বাল্যরচনা (কবিতা) এবং ২৩ এপ্রিল তারিখে প্রথম গষ্ঠ রচনা প্রকাশিত হয়। જ ১৮৫৩ খ্ৰীষ্টাৰে বঙ্কিমচন্দ্র তাহার ললিতা ও মাই পয়ারাদি বিবিধ ছন্দে রচনা করেন। 2% ১৮৫৪ খ্ৰীষ্টাব্দে এপ্রিল মাসে বঙ্কিমচন্দ্র জুনিয়র স্কলারশিপ পরীক্ষা দিয়া সৰ্ব্বোচ্চ স্থান অধিকার করিয়া দুই বৎসরের জন্য মাসিক ৮ টাকা বৃত্তি পান। • ১৮৫৬ খ্ৰীষ্টাবের এপ্রিল মাসে বঙ্কিমচন্দ্র সিনিয়র স্কলারশিপ পরীক্ষা দিয়া সৰ্ব্বোচ্চ স্থান অধিকার করিয়া দুই বৎসরের জন্ত মাসিক ২০ টাকা বৃত্তি লাভ করেন।