বিষয়বস্তুতে চলুন

পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুমাচরণ শৰ্ম্ম সরকার দেখিতেন। তামাচরণ বাৰুখখন এক লক্টর সাহেবের নিকট बॉईडन, उषम छैशंद्र भून्गैौ निद्रौनिदानैौ हैछाकूच भें ऊंशद्ध भूष সময়ে সময়ে কতিপয় অপরিশুদ্ধ উর্দু, বাক্য শুনিয়া উপহাস করিতেন। তামাচরণ বাবু তাহাতে লজ্জিত হইয়া বিশুদ্ধ উর্দু, শিক্ষার জন্ত দৃঢ়-প্রতিজ্ঞ হইলেন। তখন কলিকাতা মাদ্রাসা কলেজে দিল্লী-নিবাসী হাফেজ গোলাম নবীস নামক জনৈক প্রসিদ্ধ অধ্যাপক ছিলেন। হামাচরণ বাৰু তাহার নিকটে উর্দু, শিক্ষা জন্ত উপস্থিত হইলেন । তিনি শিক্ষার্থীর আগ্রহাতিশয় দেখিয়া যত্বের সহিত শিক্ষা দিতে লাগিলেন। শুমাচরণ বাবু তাহাতেও পরিতৃপ্ত না হইয় অত্যর কাল মধ্যে উল্লিখিত ভাষায় বুৎপন্ন হইবার জন্ত সেক্সপিয়ারের উর্দু, অভিধানের শব্দ ও লিঙ্গ-ভেদ এবং ডাক্তার গিলক্ৰাইষ্ট সাহেবকৃত উর্দু-ব্যাকরণ অভ্যাস করিতে লাগিলেন এবং অল্পকাল মধ্যেই প্রাগুক্ত গ্রন্থদ্বয় কণ্ঠস্থ করিয়া ফেলিলেন। এইরূপে হিন্দী ও উর্দু ভাষায় বিশেষ অধিকার লাভ করিয়৷ ১৮৩৭ খৃষ্টান্ধের পূর্বেই উল্লিখিত ইংরাজি হিন্দি ও বাঙ্গাল অর্থযুক্ত অভিধানখানি জনায়াসে সম্পন্ন করিয়া তুলিলেন। টিবিলিয়ান সাহেব তৎকালে উর্দু ভাষায় রোমান অক্ষরে যে সকল পুস্তক মুদ্রিত করেন, খামাচরণ বাৰুদ্বার তৎসমূহ শোধিত হইয়া প্রকাশিত হয়। তার তিনি টিবিলিয়ান সাড়েবের বিশেষ স্নেহভাজন হইবা উঠেন। তাছার কিছুদিন পরেই ট্যুৰিলা লাহেৰ বিলাত গমন সময়ে জটেল লিপেজ কোম্পানির উপর এই সমুজ্ঞা পত্র লিখিয়া দিয়া বান যে, তাহার। তাছার হিসারে খামাচরণ বাবুকে মাসিক কুড়ি টাকা করিয়া বৃত্তি দিবেন। অভিন্ন তখন স্যামাচরণ বাবু চৰ্কমিশন সোসাইটির গুস্তকাদির প্রক্ষ শোধন কাৰ্য্যাদি করাতে टैशिग्न थारद्वाभानिक मर्थ छैक थाइ श्लि ! ठिनि ¢मई जि* छैॉकी