বিষয়বস্তুতে চলুন

পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়ার আশীৰ্ব্বাদ “তাই ত ? কটা বেঞ্জেছে, সে ত সটা পৰ্য্যন্ত নেই দেখছি।” “কটা বেজেছে ?” মুষল হাসিয়৷ উত্তরে কহিল, “এই সবে ভোর পাঁচটা । প্রভাতী নহবৎ গুনছ না ?” .বারুণীও হাসিয় তাহার খোল চুলে একটা টান দিয়া বলিল, “আর ঠাট্ট করতে হবে না । সত্যি কটা বেজেছে ?” शषया “सैश् डैरु' रुब्रिब ७रू अब्रिब मैंड़िाहेण । ঘরের ঘড়ীতেও.১•ট বাজিয়া উঠিল। স্বযম কহিল, “ঐ শোনে কটা বাজছে, তোমার জন্ত কি স্বৰ্য্যদেব আটক প’ড়ে থাকবেন নাকি ?” “তাই ভ ! এরই মধ্যে ১১টা, এখনই বাবা খেতে আসবেন, চল চল— *

  • র্তা’র খাওয়া হয়ে গেছে, তিনি অফিস চ'লে

〔亦r豆a;” বারুণী এতক্ষণে ঠিক বাস্তব রাজ্যে ফিরিয়া আসিল, মনটা খারাপও হইয় পড়িল । সে রাগ করিয়া কছিল, “বাব খেতে এলেন, আর তোর জামাকে একটা খবরও দিলি নি, বেশ ত ?” সুষম রাগিয়া বলিল, “ই, দোষ আমাদেরই ৰই কি ! বাতাসী ত তোমার হাল ছেড়েই দিয়েছিল ; আমি তবু আবার এলুম, তোমার অন্ধি-সন্ধি छोनि कि न !" ७झे नभम्न श्रब्रर् वाङांनौब्र श्रांतिउंति शहेण । ইপি ছাড়িয়া, হাক ডাকে বারান্দা সরগরম করিয়া সে কষ্টিল, “বাপ রে বাপ, সারা রণজ্যি খুজে খুঁজে জানটা বেরিয়ে গেল, চল গো ঠাকৃরুণ, মা ঠাকরুণ ডাকতে নেগেছে ।" বারুণী বলিল, “আমি যাচ্চি, তোরা এগে, স্নানটা ক’রে নিয়ে শীগগিরই আসছি।” সুষম বলিল, “তোমার ত শীগগির ? নাবার স্বরে গিয়ে যেন আবার ভারতে বসে না ।” অল্পক্ষণের জন্স নহবৎ বন্ধ হইয়া গিয়াছিল, योंबांग्र राiछिब्रां छे*िण । तांलांनी तलिडा. *ezन्न ब्र বাড়ী আজ নূতন জামাই আসছে গে৷ ” বারুণী হাসিয়া বলিয়া উঠিল, “ও, তাই বুঝি ! जांथि खांबहिनूम्, जनयtब ८रून रूtज वांछन। लालप्छ ?” উভয়ে বাঙালী বলিল, “রাজৰে গো বান্ধৰে, 3 SY এই C Té ব'লে ।” বারুণী রাগ প্রকাশ করিয়া থমক্ দিয়া কহিল —“চ’লে য। এখান থেকে, তোর আর রসিকত। করতে হবে না ।” স্বষম হালিতে লাগিল ; দাসী বলিল, “তা যাচ্ছি গো যাচ্ছি। বর অস্থিক ন জাগে, তখন কি আর ডোমার কথা মানব । তাঁনার সামনে রস-কথার তুবড়ি ছড়াব, চর, আমি । একটুকু শীগগির আপুনি এস।” তাহায়t চলিয়া গেল । বারুণী রেলিংএ হাতের ভয় দিয়া রক্ষনচৌকির মুরের দিকে মনোনিবেশ করিল। এবার বাণী ললিতে বাজিতেছিল। বারুণী গাহিল— বাজনা বাঙ্কবে । বল্প এল ললিত রাগে ঐ বঁাশরা বাজে ! থেকে না, বঁধু, হে শুধু আর অামার গোপন মনের মাঝে । এস মোর আস্তরতম দfড়াও হে বাহির ভরি, দেখাও হে স্বতুধিত আঁখিরে মরি, রূপ ভব, চিত্তরঞ্জন হে, নেত্ররঞ্জন বর-সাঁজে । ওহে মানসমোছন কেবলি হে রাখিও না স্বপনে, দরশনে পরশনে তব প্রেম সত্য বচনে ভাঙ্গ হে তাঙ্গ হে ওগো যতনে আমার মিথ্য সরম-লাজে । গান করিতে করিতে বারুণী স্নান করিতে গেল । షి স্বান-পেীত শুভ্রবেশে এলায়িত কুন্তল বারণী জলদেবতার প্রতিমূৰ্ত্তিটির মতই যখন মাতৃসমীপে আসিয়া দাড়াইল, তখন মাতার সৰ্ব্বাস্তঃকরণ আনন্দপুলকে পূর্ণ হইয়া উঠিল । গৃহপ্ৰান্তে তখন বসিয়াঢ়ি লেন এক জন সন্ন্যাসিনী । বারুণীকে দেখিয়া তাচারও কাঠিন্তরেখামণ্ডিত মুখমণ্ডল কোমল স্নিগ্ধ ভাব ধারণ করিল। ত্ৰিবন্ধ লামার ন্যায় জালখাল্লাধারী বলিয়া এ ট नश्नानिनौ८कू यांfह८बबू ८णांक वrण રbા માળે