পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলন-রান্ত্রি চাম্ব”—‘সবাই কথাটার উপর তিনি খুব জোর দিলেন। “তুমি যদি এখন পিছতে চাও ত খুবই আশাভঙ্গ হবে, সকলেরই। রাজী হও, বাবা, বৃথা কাল্পনিক . কারণে অমত কোরো না । বাবুৱা লক্ষ্মৗটি ।” তিনি র্তাহার গলা ধরিয়া ছল ছল নয়নে প্রাণভর অমুনত্ববাক্যে এই কথা বলিলেন। রাজার মন গলিল, কিন্তু প্রাণু টলিল না। তাহায় বিবেক বুদ্ধি কিছু পুৰ্ব্বে র্তাহীকে যে কথা বলিয়াছিল,—তাহ। তিনি তবুও ভুলিতে পারিলেন না । তিনি দৃঢ় স্বরেই বলিলেন,—“আচ্ছ, সে কথা হবে এখন বাণু, পরে হবে—থেতে চল এখন, দেরী হ'য়ে গেছে ।" তাহার এমন অনুরোধও রাজার প্রাণস্পর্শ করিল না ; অভিমানিনী কস্তা নীরব হইয়া রহিলেন । রাত্রিকালে রাজা স্বপ্ন দেখিতেছিলেন,—নৌকা চলিতেছে, মাঝি নাই, দাড়ি নষ্ট, অকূল সমুদ্রে নৌকা ভাসিয়া চলিয়াছে। যাত্রী তাঙ্গর দুই জন ; — তিনি ও হাসি। কাছাকাছি পাশাপাশি তাহার। বসিয়া —তবুও যেন কত দূরে কত তফণতে । দৃষ্টির ব্যবধান নাই, কিন্তু কাহারও কথা শুনা যায় না, পর্শও মিলে না ! হাসি নৌকার এমন ধারে বসিলছিল যে, প্রতিক্ষণে র্তাহার ভয় হইতেছিল, এখনই সে জলে পড়িবে ; তিনি তাহাকে সাবধান করিতে চাহেন, কিন্তু ভাধা কণ্ঠ ফুট হইতে অসমর্থ ইচ্ছ,তিনি তাঁহাকে সরাষ্টয়া বসান, কিন্তু পদ অচল--কি যে অব্যক্ত গভীর যন্ত্রণা ! সহসা হাসি জলে পড়িয়া গেল—তিনিও তৎক্ষণাৎ জলে স্বীপাইয়া পড়িলেন এবং তাহার দেহ পৃষ্ঠে ধারণ করিয়া তীরভূমিতে উঠিলেন । কিন্তু এ-— কে ? এ ত হাসি নয়। এ যে রাণীর শবদেহ তিনি স্বন্ধে ধারণ করিয়া আছেন । তাঙ্গার নিদ্ৰাভঙ্গ হইল, জাগিয় মুক্তির আনন্দলাভ করিলেন,— স্বপ্ন- স্বপ্ন —তিনি শুধু স্বপ্ন দেখিতেছিলেন,-এ সত্য ঘটনা নয় । উঠিয়৷ দেখিলেন, আজ হুৰ্য্য ওঠে নাই—অন্ধকার প্রাতঃকাল ! দ্বিপ্রহরের পর সেই দিন অনাদি আসিয়া উপস্থিত হইল। অনাদিকে একাকী দেপিয়া প্রথমট তিনি উৎকণ্ঠিত হইয়া পড়িলেন, পরে তাঙ্গর মনে পড়িয়া গেল, মিসেস রো’কে দেখিবার জন্য ডাক্তারকে তিনি লিখিয়াছিলেন । জিজ্ঞাসা করিলেন,--"কি খবর বল দেখি ? যে কাযের জন্ত গেলে, তার কি ছোল ? ডাক্তার কি মিসেস রে’কে ििकं९ण कङ्गांश अछ ¢नश्वांटून ब्र'ट्रन (भtगम ?" ዓል¢ অনাদি শুষ্ককণ্ঠ পরিষ্কার করিয়া লইয়া রাজার এতগুলা কথার উত্তরে শুধু বলিল,—“ডাক্তার দী পুলিসের হাতে বন্দী হয়েছেন !” রাজা যেন হঠাৎ চারিদিকু শূন্ত দেখিলেন, — র্তাহারও মুখে আর কোন কথা ফুটিল না, যন্ত্রের মত কিছু পরে বলিলেন,--“তার পর ৷ ” ইহার কোন উত্তর পাইবার পূৰ্ব্বেই হরকরা আসিয়া নমস্কার করিয়া রাজার হাতে একখানি কাড় দিয়া বলিল,- “পুলিস "সাহেব’ দরজায় হাজির – আপনার সঙ্গে দেপা কবৃতে চান।” “পুলিস "সাহেব’ ! আচ্ছা, আসতে বল!” পুলিস আসিয়া তাহাকে গ্রেপ্তার-পত্র দেগাইয়া বলিলেন, “আপনি আমার বনী ।” "কি অপরাধে ?” "অপরাধ গুরুতর । আপনি অভিযুক্ত !” অতুলেশ্বব ক্রোধ প্রকাশ করির কহিলেন,— "মিথ্যা অভিযোগ " "সত্য মিথ্যা বিচার-সাপেক্ষ, এখন আপনি আমার বন্দী –আপনাকে প্রসাদপুরে যেতে হবে।” রাজা অভিযোগ-পত্রপানা পড়িয়া দেখিয়া বলিলেন,—"লেশ ; প্রস্তুত হ’য়ে নিচ্ছি। এগনি ত ট্রেণ নেই, আপনিও ততক্ষণ পাওয়া-দাওয়া ক’রে নিন।” রাজা সন্ধ্যা পর্য্য স্তু সময় পাইলেন । পুলিসঅতিথি থানায় চলিয়া গেলে, তিনি অনাদিকে বলিলেন,—“তুমি এখনি মুখুয্যে-বাড়ী যাও, তাদের এ খবরটা জানিয়ে হাসি ও মুখুয্যে মশায়কে সঙ্গে নিয়ে এস।” বীজ-বিদ্রোহের ষড়যন্ত্রে উনত্রিংশ পরিচ্ছেদ দ্বিপ্রহরের অtহারাদির পর হাসির মা-দিদিমা নিদ্রায় বিশ্রাম লাভ করিতেছিলেন, হাসি কিন্তু দিনের বেলায় ঘুমায় না,-- সে তাহার পাঠগুহে এই শীত-বাদল দিনে গায়ে শাল চাপ দিয, কোঁচে soil d'artan Idylls of the King also কাব্যগ্রন্থখানার পাতা আনমনে উলটাইম্ব।” যাইতেছিল । আর প্রেমিকার দ্যায় আগ্রহে রাজকুমারীর প্রতীক্ষায় বারবার দেয়ালের ঘড়ীর দিকে দৃষ্টিপাত করিতেছিল ৷ 'গুড়,ম’ করিয়া তেগ পড়িয়া গেল, মঙ্গে সঙ্গে হাসির ঘড়ীটির हें★ब्राम-ममtछद्र ७५|rन