পাতা:হরিলক্ষ্মী.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অভাগীর স্বর্গ

মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাসিটি বিলির পিসি একটি টাকায় বাধা দিতে গিয়াছে সে চোখে দেখিয়া আসিয়াছে, সে ঘাড় নাড়িল, বলিল, না।

 অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন, না। মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা। কার বাবার গাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায়—পাজি, হতভাগা, নচ্ছার!

 কাঙালী বলিল, সে যে আমাদের উঠানের গাছ বাবুমশায়? সে যে আমার মায়ের হাতে পোঁতা গাছ। হাতে পোঁতা গাছ। পাড়ে, ব্যাটাকে গলাধাক্কা দিয়ে বার করে দেত!

 পাঁড়ে আসিয়া গলাধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করি। যাহা কেবল জমিদারের কর্ম্মচারীরাই পারে।

 কাঙালী ধূলা ঝাড়িয়া উঠিয়া দাড়াইল, তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন সে যে মার খাইল, কি তাহার অপরাধ, ছেলেটা ভাবিয়াই পাইল না।

 গোমস্তার নির্ব্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না। পড়িলে এ চাকুরি তাহার জুটিত না। কহিলেন, পরেশ, দেখ ত

৮৯