পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-S。 পক্ষীশাল। বঙ্গ-সাহিত্য-পরিচয়। কূপ ওরা সামক যে বাপি সরোবর। গম্ভীর সোয়াধ জল অতি নিরমল ৷ মেলা কোঠাঘর মান অতি বিতপণ (১)। স এব কপুতা আদি নানা রত্নমান॥ বসন্ত পাচের যে আবার শ্বেতহংস। (২) চকুয়া চকুই (৩) বণি সঞ্চাল ডাহুস (৪)। কুস্ত দহিয়া যে ময়ুর ময়ূরী। সামুক গড়সি সারি তেওয়ারি তিক্তিরী। কোয়ারিস্ক সাতো ভাই গুগুরী বাগতি। রাজবাড়ী রাজহংস পরই ভারতী॥ চক্রচুড় কুকুটাে তেপত্র পঙ্কখাই। লম্বঠণ্ট (৫) কাদখঞ্চি(৬) পক্ষী যে চটাই ৷ ঘুঘুটিয়া পদ্মবাক পাপিয়া পাখী। শরালি যে কুজিহংস রাম নিকোয়া। অখিলিড়া হরোড়ো যে ফক্করী টেণ্টয় | পাণিলিয়া জুরো বকে পাণিলিয়া পক্ষী। শঙ্খচিল কাপড়ত হাকো বেড়া টুপি ৷ এরেণকা তাম্বর যে সমুদ্র তেণ্টিয়া। পুলন বেষবর চড়ি আধার কুকুয়া॥ ঘরচটা বাইয়া যে পঞ্চ ভাইয়া গুয়া। অমৃত অমৃতি যে আবার পাটগুয়া॥ এ বিধি (৭) অনেক পক্ষী সুদই রাজন। ভূমিরে বসইকে পড়ই বন্ধন॥ (৮) ধাড়ী ধাড়ী (৯) পঞ্জর ভিতরে থুকে থান্তি। তে যহিং কি রাজন দে আহার ভকতি॥ দুধ ভাত মাছ মাংস তপতকে খাই। বেণী শত পরিবারে ইহাকু যোগাই। (>) বিস্তুত | (২) এখানে রাজার চিড়িয়াখানার পক্ষীগুলির নাম লিখিত হইয়াছে। (৩) চকেণর চকোরী। (৪) ডাহুক। (৫) দীর্ঘচষ্ণু। (৬) কাদা-খোচা। (৭) এই প্রকার। - (৮) ইহার এতদূর পোষ মানিয়াছিল যে, মাটীতে বসিয়া অনায়াসে শৃঙ্খল পরিত। (৯) ধাড়ী ধাড়ী = বড় বড়।