বিষয়বস্তুতে চলুন

ফুলের ফসল/অভিমানের আয়ু

উইকিসংকলন থেকে

অভিমানের আয়ু

যখনি বেদনা পাই ভাবি দূরে চলে যাই
উঁচু করি’ মানের নিশান,—
মমতা চোখের জলে ধুয়ে মুছে যাক চ’লে
একেবারে হ’ক অবসান।
বেলা না পড়িতে হয়ে রাগ তবু পড়ে যায়
ব্যাকুল হইয়া ওঠে প্রাণ,
ব্যথা-সচকিত মনে সে বুঝি নিমেষ গণে,
এখনো কি রাখা যায় মান!