বিষয়বস্তুতে চলুন

ফুলের ফসল/চির সুদূর

উইকিসংকলন থেকে
চির সুদূর

এত কাছে থেকে হয় তবু এত দূর!
নয়নে নয়ন রেখে পরাণ বিধুর!
কাছে আসি ভালোবেসে,—
নিশাসে নিশাস মেশে,
নাগাল না পাই তবু পরাণ-বঁধূর!