বিষয়বস্তুতে চলুন

ফুলের ফসল/লতার প্রতি

উইকিসংকলন থেকে

লতার প্রতি


ওগো  নবীনা লতা!
কেন  দোলায়ে পাতা
বাতাসে জানাও
কচি  কুঁড়ির কথা!
এই তো সকল
শাখা  উঠিছে পুরি’,
এই তো নকল
রাখী  বাঁধিছে ঝুরি!
নহে বিহ্বল
আজো  বহুল পাতা;
এখনি কেন গো
এত  চঞ্চলতা?
এখনি জাগিল
কিও  পুলক-ব্যথা,—
তরুণ পরাণে
কোন্‌  নব বারতা!