পাতা:ঈশাচরিতামৃত.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 బిషి ঈশাচরিতামৃত । পিতার মুখপানে চাহিয়া রহিয়াছেন। কেবল যেন বলিতেছেন, “পিতঃ r আর কত ক্ষণ । আর কত ক্ষণ । ’ বিগত যামিনীর ভোজনের কাল হইতে এ পৰ্য্যন্ত ক্রমাগত মস্তকোপরি ধুধু করিয়া আগুন জলিতেছে। নিদ্রা বিশ্রাম মুঞ্চ শক্তি বান্ধব সহচর জন্মের মত সকলে ছাড়িয়া গিয়াছে। এ ঘোর সঙ্কটকালে বিপদবারণ ভক্তলখা হরি বিনা আর কেই বা কি করিতে পারে ? মহা ক্লেশে জর্জরিত হইয়া এই অবস্থায় তিনি বধ্যভূমি কালভেরীর অভি মুখে চলিলেন । যাইবার পূৰ্ব্বে সৈন্যদল রক্তবন্ধ খুলিয়া লইয়া পুনরায় তাছাকে তাহার আপনার বসন পরাইয়া দিয়াছিল।