পাতা:ঈশাচরিতামৃত.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মশানপ্রবেশ । চারিদিকে যমকিঙ্কর সদৃশ সশস্ত্র গ্রহরিগণ, অগ্র পশ্চাতে তীর্থযাত্রী দর্শকবৃন্দ এবং পাপাত্মা য়িহদীর দল, মধ্যে দেবাত্মজ ফিণ্ড। তাহার সৰ্ব্বাঙ্গ ধূলিধূরিত, চক্ষু রক্তবর্ণ, মস্তকে কণ্টকমুকুট, স্বন্ধে কুশভার, মুখকাস্তি রাহুগ্রস্ত চন্ত্রের ন্যায় মলিন ; পঞ্চমৰীয় বালকের ন্যায় নিরীহ ভাবে রাজপথ বহিয়৷ চলিতে লাগিলেন। পর দিবস জাতীয় মহা মহোৎসব, লোক সকল আমোদ আহলাদে মত্ত, তাহারি মধ্যে এই হৃদয়বিদারক দৃশ্য। যিশু যেন দুঃখের অবতার। তাহার ক্লেশ যন্ত্রণ স্মরণ করত এখন নিখিল ব্ৰহ্মাণ্ডের নরনারী জড়জীব পশু পক্ষী বৃক্ষ লতা সকলে মিলিয়া যদি ক্রনন করে তথাপি এ দুঃসহ শোকবেদন প্রশমিত হয় না। একে গত রজনীর উৎকণ্ঠ ও মানসিক সংগ্রামে প্রাণ অবসন্ন, শরীর মৃত প্রায়, তাহার উপর নরাধমদিগের বেত্ৰাঘাত ; ক্রুশভার আর বহন করিতে পারেন না, বারংবার স্থলিভপদ হইয়া পড়িয়া যাইতে লাগিলেন । যে ক্রুশে প্রাণাস্ত হইবে তাহ নিজস্কন্ধে বহিতে হইতেছে। এই অবস্থায় যৎকালে তিনি নগরপ্রাস্তে বধ্যভূমির দিকে যাইতেছিলেন তখন সমভি ব্যাহারিণী নারীগণ আর অশ্রুজল সংবরণ করিতে পারিল না, তাহাদের বিলাপধ্বনিতে আকাশ বিদীর্ণ হইতে লাগিল। এত যে যন্ত্রণ সন্তাপ তথাপি যিশু স্বজাতির ভাবীদুর্দশার কথা বিস্তৃত হন নাই। তাহাদের মধ্যে ঘোরতর রাষ্ট্রবিপ্লব উপস্থিত হইবে, প্রজাকুল মহা সঙ্কটে পড়িবে, তখনে পৰ্যন্ত এ চিন্তু তাহার হৃদয়ে জাজল্যমান। ভাবিতে লাগিলেন, যখন আমার ন্যায় নিরপরাধীর প্রতি রোমীয়দিগের এই ব্যবহার, তখন পাষণ্ডপ্রকৃতি য়িহুদীদিগের ভাগ্যে ন জানি কতই নিগ্ৰহ আছে। নাগরিক নারীগণের ক্রনন কোলাহল শ্রবণ করিয়া তিনি বলিলেন, “হে । জেরুশালমবাসিনী কন্যাগণ! তোমরা আমার জন্য আর রোদন করিও না,