পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১৯ ]
পরজ কালাংড়া। তাল জলদ্ তেতালা৷

 মদন বিহীন রতি, নিশি হীন নিশিপতি,
রবি কুমুদিনী, শশী কমলিনী, কি সুখ হইতে পারে॥ ১॥

 যে আমার মনোবাসি মনো মোর তার হাতেতে৷
যেমন দ্বর্পণ, হাতেতে আপন, দেখিলে আপনি তাতে॥
মান অপমান জ্ঞান, নাহি করি কদাচন,
করিলে দেখনা, আপন যাতনা, তবে কি পারি বাঁচিতে॥১
সুখ দুখ সমভাব, না করিয়ে কি করিব,
হইয়ে অধীন, করিল অধীন, নিধি উভয় মনেতে॥ ২॥

কালাংড়া খাম্বাজ। তাল ঢিমে তেতালা৷

 কিছু তারে বলো কি হবে বল৷
বিরহ অনলে মোরে, জ্বলিতে হইল॥
সে যদি বুঝেছে ইহা, ভালো সেহত ভাল৷
হইবে অনেক সুখ, এই বোধ ছিল৷
তা না হয়ে দুখমুখ, দেখ দেখিতে হইল॥

সরফরদা কালাংড়া। তাল জলদ্ তেতালা৷

 অধরে না ধরে ধরে না কহিবারে তব গুণ৷
যে গুণে বদ্ধ হইল, এমন চঞ্চল মনঃ॥