পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ২০ ]
সরফরদা কালাংড়া। তাল জলদ্ তেতালা৷

এক মুখে কি কহিব হলে শতানন।
তথাপি নাহি পারিব, কহিতে আমি কখন॥ ১॥

সরফরদা। তাল হরি ৷

 হে প্রাণনাথ নয়ন অন্তরে তুমি যাইওনা।
প্রবল বিরহানলে, জ্বালাইও না॥
এসোহে নয়নে রাখি, পালক মুদিয়ে থাকি,
না দেখ না দেখি কারে, এই বাসনা॥ ১॥

তাল জলদ তেতালা।

 কেমনে বল তারে ভুলিতে।
প্রাণ সঁপিয়াছে যারে, অতি যতনেতে॥
ইথে যদি দুখ হয়, হইবে সহিতে।
দিয়ে ফিরে লওয়া এবে, হয় কি মতেতে॥ ১॥

 আর কি দিব তোমারে সঁপিয়াছি মনঃ।
মনের অধিক আর, আছে কি রতন॥
ইহার অধিক আর, থাকে যদি জীন।
তাহা দিতে নহি আমি, কাতর কখন॥ ১॥

 মিলয় অমিয় পান করিতে বাসনা মনে।
এহেতু বিচ্ছেদ বিষে, হয় জ্বালাতনে॥