পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(2b" চণ্ডীদাস গলে গজমতি লম্বি আছে তথি ১৫ কাচুলি তাহাতে সাখী ॥ নিতম্বমণ্ডল ঘাঘর কিঙ্কিনী চলিতে বাজয়ে ভাল । নানা আভরণ বিবিধ ভূষণ মোহিত সকলি ভেল ॥ २० সোণার বরণ তাহে আরোপিত পাতের বসন ভালি । সোণার নূপুর চলিতে মধুর বাজয়ে পঞ্চম তালি ৷ রাধা মাঝে করি চলে ব্রজনারী পশরা লইয়া মাথে । চণ্ডীদাস বলে রাই বিনোদিনী চলিলা মথুরা পথে ॥ - ৭-৮। কালজাদ-কৃষ্ণবর্ণের সূক্ষ্ম বস্তু। সাক্ষাতে কালজাদথানি দেখিয়া শ্ৰীকৃষ্ণকে মনে হওয়ায় আদর্শনে ব্যথা পাইলেন । ১২ । প্রতি অঙ্গুলিতে চন্দ্র বিরাজ করিতেছে। Σ φύ বড়ারি । রাই বলে শুন হেদেগো বেদনি ঘাটের জানহ পথ । বড়াইরে রাধ কহে এক কথা “বড় দেখি অমুরথ ॥ আর কত দূর আছে মধুপুর ৫ . কহন বেদনী বুড়ি। সহজে আগল পথ নাহি চলে চলিয়া যাইতে নারি ॥ । কামু পরসঙ্গ . অলপ ইঙ্গিতে স্বধাই যতন করি। У о কহিতে কহিতে হইল মোহিত কহ কহ আগে বুড়ি ॥ কহিছে বড়াই আপনি ডরাষ্ট মাঝেতে যমুনা এ । ও পার হইলে যা চাহ তা পাবে ১৫ এ পারে নাহিক সে ॥ হাসি কহে রাধা বলে আধা আধা ও পারে কে আছে বল । বড়াই বলিছে কহিলে কি হয় আগেতে দেখাই চল ॥ २● হরষ বদনী রাই বিনোদিনী পুনঃ সে সুধায় তায় । সে জন কেমন কিবা তার নাম দ্বিজ চণ্ডীদাস গায় ॥ 8 । यशूद्रथं-नक । ৭ ! আগল—বোধ হয় দুৰ্ব্বল । ৯ ; পরসঙ্গ—প্রসঙ্গ । >e a বড়tfর শুন গো বড়াই হেথা । কহ কহ শুনি সে জন কেমন তার পরসঙ্গ কথা ৷ কোন নাম তার সে কোন দেবতা সে কেনে ঘাটেভে বসি । & বড়াই কহিছে এখনি জানিবে । সঙ্গে আছে তার বঁাশী। বঁাশীর নিশান জানিয়া তখন হাসি বিনোদিনী রাধা । “তাসনে কিসের পরিচয় মোর ১০ কি আর করহ বাধা” ।