পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদাস “সে জন চাতুরী তাহার মাধুরী তার নাম কাল কামু ॥ বা চাহে তা দেই ইথে আন নাই অতি সে রসের তমু ॥” » ኅ রাধা বলে শুন “বড়াই বেদনী চলিতে না চলে পা ।” বড়াই বলিছে রাই পানে চেয়ে “তোমার রসের গা ॥ বুড়ীরে কি বল যে বল সে বল ২০ বুড়ীর নাহিক লাজ । যুবতী জনারে পরশিতে তন্ত্র চলষ্ট দানের মাঝ ॥” চণ্ডীদাস বলে किोशां प्रा न छ्ञ ভেটহ নগর রায় । & Go শু্যাম স্বনাগর রসের সাগর কদম্ব তরুর ছায় ॥ to ৮ । বঁাশীর নিশান—বঁাশীল কথা বলতেষ্ট লাধিক লেন যে বড়াই শ্ৰীকৃষ্ণের কথা বলিতেছে । Σ ωly fসন্ধুড়া । প্রেমে ঢল ঢল প্রেমময়ী ধনী রাই । শুামর্চাদ মালা জপিতে জপিতে আনন্দে চলিয়া যাই ॥ রাই বলে শুন.. “রসিয়া বড়াই ৫ কত দূর মধুপুর। , নয়ান ভরিয়া তাকে দেখি গিয়া তবে মনোরথ পুর।” হাসিয়া বড়াই কহিছে দড়াই , “ও পারে দানের কাজ । yo নয়ন কমল তাহাতে বড়াই © তোমার কারণে বসি আন ছলে আছয়ে রসিকরাজ ॥” ক্ষণে বলে রাধী ক্ষণে করে বাধা “তা সনে কিসের কাজ। কেবা জানে তারে দানী বসিয়াছে ১৫ এই রাজপথ মাঝ ॥ আমরা কংসের যোগানী হইয়ে তারে বা কিসের ডর।” চণ্ডীদাস বলে গিয়ে মিল রাধে সে হরি রসিকবর ॥ २० २ । मज्जांई-मूफ़उॉरद । - ১। করে বাধা-—বিরূদ্ধ কথা কয় । ১৭। যোগীনী—ধে প্রতিদিন জিনিষ যোগায় । په ده اند তুড়ি শ্যাম পরসঙ্গ বড়াই সহিতে কহিয়ে চলিয়া যায়। সব গোপীগণ হাসিতে হাসিতে গমন করিছে তায় ॥ কোন সখি বলে • নিকটে মথুরা ৫ নিকটে চাহিয়ে দেখ । মেঘের বরণ দেখিয়া সঘন ক্ষণেক এ পারে থাক ॥ বড় অদভুত দেখি যে বেকত • মেঘ নামে আচম্বিতে। . yo কি হেতু ইহার বুঝিতে না পারি • ভাবনা হইল চিতে ॥ কহিছে ওথায় ও নহে দেলের মেকা।