পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুনি নন্দরাণী করুণ হৃদয় . কাষ্ঠের পুখলি রয় ॥ ‘ਿਲ না ক্ষুধায় পীড়িত হয়েছ বাছনি যাকুয়া মোর।” চণ্ডীদাস বলে শুনিয়া যশোদা চণ্ডীদাস ९¢ জুখের নাহিক ওর ॥ ৩- ৪ । আজি কেন ধেনু বাড়ী আনিতে এত বিলম্ব इहेण ? ` ৫ গমন—আগমন । እፃፃ স্বহ সিন্ধুড়া। “আহা মরি মরি পরাণ পুখলি বাছনি কালিয়া সোনা। কত না পেয়েছ ক্ষুধায় পীড়িত বনে যেতে করি মান ॥ এ দুঃখে না জীব নন্দে কি বলিৰ এ শিশু পাঠায়ে বনে । এ ঘর করণে আনল ভেজাব কিবা সে করয়ে ধনে ॥ ইহাকে অধিক আর কিবা ধন যারে না দেখিলে মরি। কালি আর গোঠে না পাঠাব মাঠে কেবা কি করিতে পারি ॥” মধুর বচনে কহে নন্দরাণী মরমে পাইয়া ব্যথা । দ্বিগুণ আগুন, জ্বলিছে হিয়ায় শুনিয়া পুত্রের কথা ॥ “তোমারে লইয়া আন দেশে যাব না রব নন্দের ঘরে । তোমা হেন ধন আর কোথা পাই . বিধাতা দিয়াছে মোরে ॥ X o ጏ¢ • عبح مناهج . কত কৃতকার ছেন ননী .// - পিয়াই রজনী জাগি। "] , কটোরা ভরিয়ে রাখিয়ে থাপিয়ে ' ' রাখিয়ে যাহার লাগি ॥ " এ জন কেমনে এই ধেমু সনে ২৫ ফুিরিবে বনেতে বনে । অভাগী মায়ের বিষম অন্তর ক্ষেণে কত উঠে মনে ॥” মায়ের রোদন বেদন দেখিয়া কহিছে কানাই তায় । ○o পরিবোধ চিতে বেদনী জননি দ্বিজ চণ্ডীদাস গায় ॥ } -ל

  • 1. পরিবোধ চিতে --চিত্তে প্রবোধ দাও ।

እፄዜ” श्रृश् । চিৰাইকু দিল কপূর তাম্বুল স্নেহে সে যশোদা না । ধরিয়া চরণ জাতিয়া দিছেন শীতল পাখীর বা ॥ বদন নেহালে যশোদা সুন্দরী ৫ ঘুমল কমল অখি। গৃহকাজে মন করিল গমন আন আন কাজ দেখি ॥ “গুন নন্দ ঘোষ পাছে কর রোষ , কহিয়ে তোমার কাছে। У о শুনিল বনের झाषैत्री বিচার - , কহিতে কি আর ಕಳೆ 澱 চোরা ধেনু সনে बछ्। पृथ cभएन পাইল যাৰ মোর। :