পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

བ། নিতে শুনিতে পরাণ বিদরে - lv হুখের নাহিক ওর ॥ বল দেখি তুমি । ७भन थदली কেন বা পাঠাও বনে। রাজকর লাগি এমন বয়সে বঙ্কিল ধেমুর সনে ॥” নন্দ কহে শুন এমন সম্পদ আর না পাঠাব তারে । চণ্ডীদাস বলে ঐছন আরতি এ লীলা বুঝিতে পারে ॥ ৩। জাতিয়া—টিপিয়া । চণ্ডীদাস Y(k ১৪ । যাদব -যাদু । যশোদা শ্ৰীকৃষ্ণকে যগুবংশ সভূত যলিয়া জানিতেন না। ২০ । বঙ্কিল - বাকী, বক্রগামী, দুষ্ট । ›ፃእ সুহ। এই মত নিতি বনে বিহরয় অপার যাহার লীলা । নিতি নিতি নব এ নব কৈশোর কে হেন জানিব খেলা ॥ প্রভাতে উঠিয়া গোঠে আরোহণ আইলা যতেক শিশু । G. ১৯ । আগল - কাতর। उद्दे उद्दे दणि ডাকে কত জন ছিদাম আছয়ে পাছু ॥ - সুবল যাইয় কানু জাগাইয়। কহিছে মধুর বাণী । “গোঠেতে যাইতে শিশু চারি ভিতে কিনা যাবে ইহা শুনি ॥ বল দেখি ভাই মোরা শুনি ভাই” ছু অণখি কচালি করে। “আজিকার মত কহিয়ে বেকত আজি সে রহিব ঘরে ॥” সুবল জানল কামুর চরিত কহিতে লাগল তায় । “আজুকার বড় ভ্ৰমেতে আগল কিছু মুখ চায় ॥ চল সব গণে ধেনু বৎসগণে ক্ষেতে চরাইব ধেনু।” শুনি সব জন সুবল-বচন “আজু না চলব কামু ॥” আপনার ঘরে সব জন চলি ধেনুগণ করে মেলা । নিকট আটনে চরে ধেনুগণে চণ্ডীদাস তথা গেলা ॥ গোষ্ঠলীলা সমাপ্ত । রাই রাখাল। Abra » می शांनजै । বঁধু যদি গেল বনে শুন ওগো সখি। চূড়া বেঁধে যাব চল বেথ কমল-অাখি ॥ বিপিনে ভেটিব যেয়ে শুমি জলধরে। রাখালের বেশে যাব হরিষ অস্তরে ॥ চূড়াটি বাধহ শিরে যত সখীগণ। পীতধড়া পর সবে আনন্দিত মন ॥ চণ্ডীদাস বলে গুন রাধা বিনোদিনী । নয়নে দেখিব সেই শু্যাম গুণমণি ॥ 1 S 6. 는 이 ←☾ ২৭ ৷ আটনে—স্থানে ।