পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদাস ९७ অন্তরে সরল বঁাশী বাহিরে প্রবল। পিবয়ে অধর-সুধা উগারে গরল। So যে ঝাড়ের তরল বঁাশী তার লাগি পাও। ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসাও । চণ্ডীদাস বলে বঁাশী আমার কি করে। আপন করম-দোষ দোষ দিব কারে ॥ ৪। সংসারে—সুবায়— পাঠান্তর । ৯ । অস্তরে অসার বঁাশী বাহিরে সরল— , ১১। ষে মা দেশে বঁাশীর ঘর সে না দেশে যাও -,, ১৩-১৪ । দ্বিজ চণ্ডীদাস কহে বংশী কি করিবে । সকলের মূল কাল তারে না পারিবে।— , ९९* ৰাণীর নিঃস্বান কাণে সান্ধাইল বিধস্বরে এ অঙ্গ জ্বলিয়া গেল মোর। কেবা করে প্রাণ দান সেচয়ে বা কোন জন তবে যায় এ ছখের ওর ॥ *সই, হিয়া মোর কেন কাপে । ৫ নয়নে ঝরয়ে নীর । পরাণ না রহে স্থির এই বঁাশীর মধুর আলাপে ॥ মিলাইছে শিলারাজি চকিত হইল শশী মোর কাছে নাচিছে আসিয়া । নারীর যৌবন ধন তাতে তার আছে মন ১০ তেই পুরে হাসিয়া হাসিয়া। কহে দ্বিজ চণ্ডীদাসে अवक्ष यांग्न ठांकtd> মুনীন্দ্র মুরছি পড়ে যাতে । সে ধ্বনি নারীর কাণে হানয়ে মরমস্থানে কেমনে সে ধরিবেক চিতে। ১৫ ১। সাম্বাইল-প্রবেশ করিল। ৩ । সেচয়ে-লেচন করে । _ دهه ۰ to ቅቈፃ थोमबै । .. • , কাল গরলের জ্বালা আর কি সহে অবলা ' ' তাহে মুই কুলের বেহারি। অন্তরে মরমব্যথা কাহারে কহিব কথা গুপতে গুমরি মরি মরি ॥ সখি হে, বংশী দংশিল মোর কাণে। Q ডাকিয় চেতন হরে পরাণ নারহে ধড়ে তন্ত্র মন্ত্র কিছুই না মানে ॥ মুরলী সরল হয়ে বঁাকার মুখেতে রয়ে শিখিয়াছে বঁাকার স্বভাব। দ্বিজ চণ্ডীদাসে কয় সঙ্গদোষে কি না হয় ১০ রাহুমুখে শশী মসী লাভ।

  • ोठेठद्र

১ । আর কে সহে অবলা আর তাহে অবল। পাঠান্তর ৩ । কাহারে কহিব কথা না গুনে খরম-কথা २४by মরি মরি যাই শ্বামের বাণীয়া নাগরে । কুল ছাড়া বাঁশীটি কলঙ্ক হৈল মোরে। নিতি নিতি ডাকে বঁাশী রইতে নারি ঘরে। মরম সন্ধান দিয়ে হৃদয় বিদরে ॥ যদি বা বাজাবে বঁাশী না হও ত্রিভঙ্গ । কুলবতীর কুলবত্ব না করিহ ভঙ্গ ॥ শাশুড়ী ক্ষুরের ধার ননদিনী জ্বালা । মরমে মরমের ব্যথা নাহি জানে কালা ॥ কালা কাল৷ বলিয়া আসয়ে জগঃ জনে । চরণে শরণ নিল না বাসিল ভিনে ॥ ஆே ம একে ত অবলা জাতি পরের অধীন। soo 轉 轉 。尊 নিরমল কুল ছিল তাত্ত্বে দিয় কালি। হাতে হাতে মাথে নিয় কলঙ্কের ডালি ৷