পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

l $8 , . אל . বণিক জনুর তেমন আমার খ্রজ চণ্ডীদাস বলে শুন রাজার,ঝি। S(t বালীয়া দংশিল তোমায় আমি করিব কি। ১• । লা বাসিল ভিনে—ভিন্ন মনে করিল না। -*= 令翰 সই, পশিল বিষম বঁাশী । বাহির করিতে যতন করিমু মরমে রহিল পশি ॥ তেরছ নয়ানে বাণের সন্ধানে না বাজে এমনি নয়। 6. বাজিলে অস্তুরে আকুল করয়ে যতনে পরাণ রয় ॥ নাহি দিৰা নিশি যেমন করিছে এ কথা কহিব কায় । মনের আগুন জ্বলিছে দ্বিগুণ ১০ কে না পরর্তীত যায় ॥ অাধুয়া পুকুরে যে মীন থাকয়ে বাঁপিয়ে ধীবর জালে । তেন আছি হাম এ ঘর করণে গুরু জনা যত বলে ॥ (t ক্ষুরের উপরে রাধার বসতি নড়িতে কাটয়ে দেহ । , আমার দুখের আচার বিচার এ কথা বুঝিবে কেহ ॥ । করাত যেমন ২০ ছুদিক কাটিয়া যায়। গুরু জন কাটে-* দ্বিজ চণ্ডীদাস কয় ॥ o ১৪। তেন—তেমন । 龜 ২• • বণিক কুমার-পথধণিকের। ডাকিয়া শুধাও না প্রাণ আন চান বাসি। কেবা নাহি করে প্রেম আমি হৈলাম দোষী। গোকুল নগরে কে বা কি না করে তারে নাই নিষেধ বাধা । जउँौ कूणदउँौ সে সব যুবতী ৫ কামু-কলঙ্কিনী রাধা ॥ বাহিরে বেড়াতে লোকচরচাতে বিষ মিশাইল ঘরে । পরিতি পীৱিতি করি জগৎ হৈল বৈরি আপন বলিব কারে ॥ Yo তোমরা পরাণের মরম ব্যথিত জীবন-মরণে সঙ্গ । অনেক দোষ দোষী হুইলে সে কি ছাড়ে আপন অঙ্গ ॥ মন্দের নন্দন গোকুল কানাই ১৫ সবাই আপনা বলে । ! সো পুন ইছিয়া লইল নিছিয়া भीमब्ण छन¥ झुङ । রাধা বলি ডাকি শুধাইতে নাই এখনে এমনে মৈলে। २० চণ্ডীদাসে বলে সকল পাইবে বঁধুয়া আপন হৈলে । ১ । তোমরা মোরে ভাকিয়া শুধাও না প্রাণ জান-চান বাসি। - পাঠান্তর। 8 । उiरश् झि मेिध्षश् टूांशतः- o ৭ । বাহির হইতে লোকচরচায়— 99 ৯ । পীরিতি করিয়া জগতের বৈরি- , ১১ । মরম ব্যথিত ব্যথিত আছিলা— , ১৩-১৪। অনেক দোষের দোষিণী হইলে কে ছাড়ে দাপন্ন অঙ্গ ॥ , , ১৯। স্বাৰা বলি আর ডাকি না ওখাও ;