পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদাস । ১৫। শ্রবণে অর্থাৎ কর্ণে স্পর্শনযোগ্য কিছু যলি আপন গেয়ানে না দেখি নয়ানে . ১৫ অর্থাৎ তোমাকে কিছু শুনাই । এ এমন রূপের কায়। - ১৮ । আগি অগ্নি । \_م”” সোনার নূপুর বাজয়ে भधूम ২• । মরমে--স্বাগত ভাবে । ভোর - বিহবল ৷ vo পঞ্চম শবদ করে। ! 5-5 চলিয়া যাইতে সে মন্দগামিনী ২৪ দেখিল, পি-লো না। এরূপ হেলিয়া হেলিয় পড়ে ॥ ગ ૦ প্রয়োগ প্রাচীন গ্রন্থে বিরল নহে । ২৫। পাজিয়া-পাঞ্জ অর্থাৎ পদচিহ্ন অনুসধণ কবিয়া। যেমত কেশরী নিতম্ব মাঝারি ২৬ । রহি যাই ভিন্ন ভিন্ন—পৃথক পৃথক্ অর্থাৎ এক ঘটের মুটকে পাই । একটি পদচিহ্ন অনুসরণ করিয়া চলিলাম। ঐছন দেখিম্ন মধুর মুরক্তি ৩১। রাগি--অম্বুরাগ, প্রেম । আপন নয়ানে চাই ॥ ৩৩। উগি—উপস্থিত হইয়া । হাসিতে অমিয়া পড়ে কত শত ১৫ ৩৫ । গাগরি---কলসী । দেখিলাম নয়ান কোণে । ৪১। আন কাজে--অন্য কোন ঘটনায় । যেমত দেখিলু রাজার কুমারী ইহাতে স্থবল কর্তৃক মিলনের আভাষ দেওধ। দ্বিজ চণ্ডীদাস ভণে ॥ হইতেছে । ৪৪ পদ দেখুন। - ১-২ রমণী দেখিতে ঠিক সোনার পুতুলের স্তায় ; , সে আমাকে অম্বুরাগে ডুবাইয়া, অর্থাৎ ༧་ན།། আমার হৃদয়ে প্রবল অনুরাগ সঞ্চার কবিয়া মগন কবিয়। গেল সে চলিয। দিয়া চলিয়া গেল । ভাঙ্গে নীল শাড়ী সোনাব পুতলি কায় । ভেদিয়া অ’াচল রূপ অনুপম ছায় ॥ বসন ভেদিয়৷ রূপ উঠে গিয়া ৫ যেমন তড়িৎ দেখি । লখিতে নারিমু কেমন বন্ধন লখিয়া নাহিক লখি ॥ কি আর কহিব নয়ান চঞ্চল নানা আভরণ গায় । So নানা পরিপাটা রসের সৌরভে লাখ লাখ অলি ধায় ॥ চলিল যখন t দেখিল 현 গমন হংসিনী প্রায় । ૭ારા શિક્ષitમ મૌજ્ઞ મારુંૌ ; cમફે નાનાૌણ আঁচল খেদ করিরা তাহার অন্ধুপম রূপের ছটা বাহির হইতেছে । ৭ । লখি5ে -লক্ষ্য করিতে ; দেখিতে । লখিরা নাহিক লপি—দেখিয়াও দেখিতে পাই লাম ন} । ১৫ । গেয়ানে—উত্তানে | ২, ২২ । “নিতম্ব মাঝারি" অর্থে কটা না ,করিলে উপায় নাই । তাহার কচ সিংহের সূচীর স্তার ক্ষীণ। ঘটের মুটকে অর্থাৎ শিরোদেশে * ক্ষীণত দেখিতে পাওরা যায়। ‘মুটক’ বোধ হয় মুকুট শব্দের অপভ্রংশ। কিম্ব ঘটের যে অংশ মুটুকে ( মুষ্টিতে ) ধরিতে পারা যায়, সেই অংশের ক্ষীণতাকে লক্ষ্য করা হইয়াছে। 餐