পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्श३ ।। দেখিয়া মুরতি রূপের আকৃতি । মরমে লাগিল ভাই । যেই সে দেখিল তখন হইতে কিছু না সম্বিত পাই ॥ ধবলী লইয় আইনু চলিয়া শুনত স্থবল সখা । সেই নবরাম আর পুনবেরি কখন হইলে দেখা ॥ কহিল মরম তোমার গোচবে শুন হে স্থবল তুমি । মরম বেদন জানে কোন ও • বিকল হইল আমি ॥ সেই কথা মোর মনে পড়ি গেল কহিব কাহার আগে । কালি হতে মন - কেমন করিছে হৃদয় ভিতরে জাগে ॥ শু হতে না হয় নিদের আলিস ক্ষুধা তৃষ্ণ গেল দূরে । নিরবধি হৃদে সেই সে ভাবনা থাকি থাকি মন ৰূরে । o: কি হল অস্তরে হিয়া জর জর fর্বধল সন্ধান শরে । अं★ अन्न ऐकल পরাণ পুতলি মন মৰ্ত্ত হাতী বুরে । , চণ্ডীদাস বলে শুনহ রসিক মােগর চতুর কান। হইবে দরশ করিবে পরশ ইহাতে নাহিক আন ॥ চণ্ডীদাস । o ১৫ _* - دِ o સ્વ(R a >ーミ8 | ১৭। ৭ । পুনবেরি-–পুনৰ্ব্বার নিদের আলিস—নিদ্রার আলষ্ঠ ,ঘুম হয় না / মন্মথের শরবিদ্ধ হইয়া আমার হৃদয় ও মন জজরিত হইয়াছে । আমার মন মত্ত হস্তীর ঠায় উচ্ছৃঙ্খল হইয়াছে । 8 তুf৬। নবীন কিশোরী মেঘের বিজুবি চমকি চাহিয়ে গেল । সঙ্গের সঙ্গিনী সকল কামিনী ততহি উদিত ভেল ॥ সই, জনমিয়ে দেখি নাই হেন নারী । ৫ রঙ্গিম ভঙ্গিম ঘন সে চাইন গলে সে মোতিম হারি ॥ * . অঙ্গের সৌরভে जयेभ३1 ५७uग्न ঝঙ্কার করয়ে যাই । অঙ্গের বসন ঘুচায়ে কখন ১০ সঘনে ঝাপয়ে তাই ॥ মনের সহিতে মরম কৌতুকে সখীর কাছেতে যাই । হাসির চাহনি দেখালে কামিনী পরাণ হারামু ভাই ॥ > * চলন ভঙ্গিম অতি স্বরঙ্গিম চাপটিলে জীবন মোর। অঙ্গুলির আগে চাদ যে ঝলকে - পড়িছে উথলি জোর ॥. চাহে যাহা পানে বধয়ে পরাণে ২০ , দারুণ দূরশি তার। - - হিয়ার ভিতরে. কাটিয়া পাজরে বিধিলে বাণ যে জার ॥