পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*. २8 এই সব কথা কহে বাঞ্জিকর * সভার মাঝারে বসি । গুণীর গোচরে কহিল সত্বর এক সহচরী দাসী ॥ “শুন বাজিকর” কহিল সত্বর “দেখিতে তোমার খেলা । অন্তঃপুরে বড় विरुम झुझेश এক বৃকভামু বালা ॥ তার নাম রাধা সুন্দরী অগাধ ভুবনমোহিনী রূপে । তুলনা নাহিক তাহার স্ববেশ দেখিতে চলিলা ভূপে ।” দাসীর বচন শুনিয়া শুধায় যত বাঞ্জিকর-বালা । “কিরূপ দেখিল নয়ান গোচরে কাহার হইল খেলা ॥ *কোন দেব বটে যোগিনী ডাকিনী হয়। কাহার পরশ বুঝিলা কি হেতু কেমনে লাগিল ভয় ।” আনিয়া চেতনী এক গোয়ালিনী ধরিল নাটর টান। i নহে দেবঘাত অনেক নিঘাত না পাইল কিছু জ্ঞান ৷” । চণ্ডীদাস বলে দেখিল যেমতি বড়ই দেবের খেলা । যেমতি দেখিল छेळेिल उछ्न অন্তর ভিতরে জ্বালা ॥ 总地1 ना?ीव्र हैाम-नाशैत्र गउि । R ২৮। কিছু বুঝিতে পারিল so নিশাচর ফুটে העןזאק Yo ગ (t را (سیا) کم۔ Woly १छ्ॉषांनभै। এ কথা শুনিয়া সহচরী আগে । কছে বাজিকর রার । “আমি কিছু জানি তন্ত্র মন্ত্র যত, দেব ঘাত অাছে গায় ॥” সহচরী দাসী কহিতে লাগিল ৫ “শুন বাজিকর তোরা । যদি বা পারব ভাল করিবারে পাবে খাস জুমি জোড় । রূহুরত্ব পাবে রাজার গোচরে ੱੋ” -- o কহে বাজিকর “অনেক জানিয়ে সন্ধান বিধান আন ॥” ভাল ভাল বলি দাসী গেল চলি কহিতে রাজার কাছে । কর জোড় করি করিছে গোহরি . ১৫ “এক নিবেদন আছে ৷ যেই বাজিকর তোমার দুয়ারে খেলায় নাটের ছায়া । সেই জন কহে বহু মন্ত্র জানি নাটিক দেখিতে কায় ॥ २० সেই কোন দেব দেখিয়া অস্তরে ভয় সে মানিল চিতে । সেই সে নিৰ্ঘাত দেব অপঘাত পাইল ঝরকা হৈতে ॥ তাহারে দেখিলে প্ৰস্তুলি করি দিব ইহাতে নাহিক আন । রাজার গোচরে বোলহ আমারে }: কহিমু তোমার স্থান ॥ * শুনি বৃকভানু পুলকিত তনু । “মানত সেই সে গুণী । R☾