পাতা:জীবন যামিনী.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী। vić ধনাঢ্য রাজা যামি নীকে প্রবোধ দেয় । ধনাঢ্য নৃপতি রায়, মৃদু মৃদু হাসি ভায়, কহিছেন গুন ধনী বলি । রোদনে কি পুয়োজন, কর শোক সম্বরণ; ভেবে দেখ অনিত্য সকলি । শুন শুন চন্দ্রাননী, নেত্র মুদি দেখ থনী; অখিল ব্ৰহ্মাগু অন্ধকার । তুমি আমি আর সব, সকলি হইৰ শৰ, ভেবে দেখ কিছু নহে সার। ছাড় ছাড় মনে দুঃখ, আমোদ প্রমোদ সুখ, যতদিন পণরহে করিতে । ততদিন ভাল ভাল, নিকট হইলে কাল, তিলেক না দিবে হে থাকিতে u । অতএব হে সুন্দরী, শোক সম্বরণ করি, চল চল মম অধিকার }, অচিন্তা নগর দেশ, নারবে চিন্তার লেশ• কত সুখ বাড়িবে তোমার । দষ্টের বচন বাণে, জর জর হয়ে পাণে, পতিশোকে সতী অচেতন । ধনাঢ্য বুঝায় যত বিলাপু বাড়য়ে তত, থরাপরে করিল শয়ন it জীবনের যামিনী আদর্শনে খেদ । অন্য এক বনে গিয়ে, জীবন জীবন নিয়ে, অতিশয় ত্বরিত গমনে . . উপনীত সেই বনে,র্ষে বনে যামিল ধনে, গিয়েছিল রাখিয়ে যতনে ।