পাতা:জীবন যামিনী.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘ન્ય জীবন যামিনী । সে বনে আলি জীবন, নাহি পশয় দরশন, ভশবে মনে এ ক নিন ময় । বৃক্ষের নিশানা ছিল, নিকটে গিয়ে হেরিল, সেই বন হইল নিশ্চয় ॥ চারিদিগে সে কাননে, ভ্ৰমে অশ্ব আরোহণে; যামিনীরে না হেরে নয়নে । নিশ্চয় ভাrবিল মনে, খাল বনজন্তুগণেs নিধন করেছে সেই ধনে ॥ দেখি রায় নিরূপণয়, সদা করে হায় জায়, ভাবে কিসে পাইব সন্ধান ৷ ” দগ্ধ হয়ে শোকানলে, অশ্ব হতে ধরণতলে, পড়িলেন হইয়ে অজ্ঞান ৷ ডাকিয়ে করে রোদন, কোথা ওহে প্রিয়জন, জীবন এনেছি তব তরে । কোথা আগছ লুকাইয়ে, পুণে রাখ দেখা দিয়ে, তৃপ্ত হও বারি পান করে !! হয়েছি কাতর আতি, শুন ওহে রসবতীs দয়া কি হলন তব মনে । তব আদর্শনে প্রাণ, বিদরিয়ে যায় প্রাণ, দেখ আসি হেরিয়ে নয়নে ॥; ওছে বিধি নিদারুণ, অামারে করিতে খুন: কামিনীকে লইলি হরিয়ে । কি অরি বলি অধিক, পোড়া বিধি ধিক ধিক, - অবিচার কর কি লাগিয়ে । , শুন ওহে প্ৰাণপ্ৰিয়ে, যাওঁহৈ আমারে নিয়ে; যথা তুমি গিয়েছ চলিয়ে।