পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় গর্ভাস্ক লীলাবতীর শয়নঘর। পর্যাঙ্কোপরি লীলাবর্তী সুষুপ্ত। দাসীর প্রবেশ । দাসী । ঘুম এয়েচে, বাচুলেম, বাতাস দিতে দিতে হাতে কড়া পড়েছে । [ দণসীর প্রস্থান । লীলা । ও মা প্রাণ যায়—আমার প্রাণের গাত্রদাহ হয়েছে, তার গায় কেউ বাতাস দিতে পারে না ? কোথায় প্রাণের পতি ললিতমোহন, দেখ আসি অস্তমিত লীলার জীবন, বলেছিলে বিপদেতে হবে অধিষ্ঠান, কই নাথ কই এলে বাচাইতে প্ৰাণ ? মরে যাই ক্ষতি নাই এই খেদ মনে, পতির পবিত্র মুখ এল না নয়নে । কি দোষ করেচে লীলা, এত বিড়ম্বন, প্রাণকাস্তে একবার দেখিতে পাব না ? ভুলে কি আছেন পতি হইয়ে নির্দয় ? আমার হৃদয়নাথ তেমন ত নয় ; লীলাময় প্রাণ র্তার মেহের ভাণ্ডার, ভুলে কি থাকেন তিনি ভাৰ্য্যা আপনার ? প্রাণ যায়, ভেবে মরি, মনে কত গায়, নাথের অঞ্চভ কিছু হয়েচে তথায়— কারে বলি কে রাখিবে আমার মিনতি, আপনি যাইব চলে যথা প্রাণপতি— · ( সজোরে গাত্ৰোখান ) ও মা মাতা ঘোরে কেন ? মলেম যে, পিপাসা হয়েচে–ও ঝি, ঝি, হেথা আয় রে—( শয়ন )