পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

औौशांबउँौ - ১১১ শ্ৰীমাথ, পণ্ডিত এবং দাসীয় প্রবেশ । পণ্ডি । লীলাবতি, কেমন আছ ? লীলা । ভাল । পণ্ডি । ( শ্রীনাথের প্রতি ) ললিতের কোন সংবাদ এসেছে ? শ্রীন । না । পণ্ডি । সিদ্ধেশ্বর বাবু লীলাবতীকে কি লিপি লিখেছেন দেখি । দাসী । বালিশের নীচেয় অাছে । ঐীন । আমি দিচ্চি । ( লিপিদান ) পণ্ডি । এ চিঠি কাল এসেচে ? শ্রীন । হ্যা, কালই বটে । পণ্ডি । ( লিপি পাঠ ) “প্রিয় ভগিনি লীলাবতি আপনার পত্রপাঠে জানিলাম ললিতমোহন আপনাকেও কোন লিপি লেখেন নাই । তার পশ্চিমাঞ্চলে যাত্রার পর কেবল পাটনা হইতে এক পত্র প্রাপ্ত হইয়াছি, তাঁহাতে প্রকাশ তিনি ত্বরায় আগরায় গমন করিবেন এবং আগরায় পৌছিয়া আমাকে সংবাদ লিখিবেন ; সে সংবাদ আসার সময় উত্তীর্ণ, তজন্ত আমি অতিশয় চিন্তাযুক্ত । বোধ করি তার লিপিগুলিন ডাকঘরে গোলমাল হইয়া থাকিবে । আমি অদ্য রাত্রে মেলট্রেনে ললিতমোহনের অনুসন্ধানে গমন করিব ; তাহার সহিত সাক্ষাৎ হইবামাত্র আপনি সংবাদ পাইবেন । ইতি । হিতার্থী ঐসিদ্ধেশ্বর চৌধুরী।” ললিত স্বচ্ছন্দে আছেন, পশ্চিমাঞ্চলস্থ পরম রমণীয় স্থানসমূহ সনদর্শনে সময় ক্ষেপণ কচ্চেন তাতেই লিপি লিখিতে অবসর পান নাই ।