পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X २ সকল আমাকে দেও। ২২ তাহাতে ইব্রাম সিদোমের রাজাকে উত্তর করিল, আমি স্বৰ্গৰ্মৰ্বের অধিকারি সৰ্ব্বোপরিস্থ প্রভু পরমেশ্বরের নামে দিব্য করিয়া কহিতেছি, ** আমি তোমার কিছুই লইব না, এক গাছ সুতা কি জুতার বন্ধনরজজুও লইব না ; পাছে তুমি বল, আমি ইরামকে ধনবান করিয়াছি। ২* কেবল আমার যুবগণের আহারের ব্যয় গুহণ করিব, এবং আমার যে সহায়গণ সঙ্গে গিয়াছিল, তাহারা অর্থাৎ আনের ও ইফেকাল ও মমি আপন ২ প্রাপ্তব্য ভাগ গ্রহণ করুক। ১৫ অধ্যায় । ইব্রামকে সন্তান দিতে ও সেই সস্তানকে কিনামূদেশ দিতে ঈশ্বরের প্রতিজ্ঞা ও ঈশ্বরের উদ্দেশে ইব্রামের বলিদান করণ ।

  • ঐ ঘটনার পরে দশনদ্বারা পরমেশ্বরের এই বাক্য ইব্রাহীমের নিকটে উপস্থিত হইল, হে ইব্রাম, ভয় করিও না, আমি তোমার ঢাল ও মহাপুরস্কারস্বরূপ তাহাতে ইব্রাম উত্তর করিল, হে প্রভো পরমেশ্বর, তুমি আমাকে কি দিঘা ? আমি নিরপত্য হইয়া বেড়াইতেছি, এই দন্মেষকীয় ইলীয়েষর আমার গৃহের ধনাধিকারী আছে। “ ইব্রাম পুনশ্চ কহিল, দেখ, তুমি আমাকে সন্তান দিলা না, সুতরাং আমার গৃহজাত লোক আমার উত্তরাধিকারী হইবে। * তখন তাহার প্রতি পরমেশ্বরের এই বাক্য উপস্থিত হইল, ঐ ব্যক্তি তোমার উত্তরাধিকারী হইবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মিবে, সেই তোমার উত্তরাধিকারী হইবে। * পরে তিনি তাহাকে বাহিরে আনিয় কহিলেন, তুমি আকাশে দৃষ্টি করিয়া যদি তারাগণ গণিতে পার, তবে গণিয়া বল। অনন্তর তিনি তাহাকে কহিলেন, এই রূপ তোমার বংশ হইবে। * তখন সে পরমেশ্বরেতে বিশ্বাস করিলে তিনি তাহার পক্ষে তাহ পুণ্যার্থে গণনা করিলেন। পরে পরমেশ্বর তাহাকে কহিলেন, যিনি তোমার অধিকারার্থে এই দেশ দিতে কমৃদীয়দের উর নগর হইতে তোমাকে আনিলেন, সেই পরমেশ্বর আমি. * তখন সে কহিল, হে প্রভো পরমেশ্বর, আমি যে এই দেশের অধিকারী হইল, তাহা কিসে জানিব ? - পরমেশ্বর কহিলেন, তুমি তিন বৎসরের এক বাছুরকে ও তিন বৎসরের

এক ছাগীকে ও তিন বৎসরের এক মেষকে এবং ! এক ঘুঘুকে ও এক কপোতশাবককে আমার নি কটে অান । ** তাহাতে সে ঐ সকল পন্ত র্তা হার নিকটে আনিয়া দ্বিখণ্ড করিয়া এক খণ্ডের আগ্নে অন্য খণ্ড রাখিল, কিন্তু পক্ষিগণকে দ্বি 12 আদিপুস্তক। [১৫,১৬ অধ্যায়। খগু করিল না। ** পরে হিংসু পক্ষিগণ সেই মৃত পশুদের উপরে পড়িলে ইব্রাম তাহাদিগকে তাড়াইয়া দিল। ** পরে সুর্যের অন্তগমন সময়ে ইব্রাম ঘোর নিদ্রাগত হইল ; তাহাতে সে ত্ৰাসে ও অন্ধকারে মগ্ন হইল । * তখন পরমেশ্বর ইব্রামকে কহিলেন, তোমার সন্তানগণ চারি শত বৎসর পরদেশে প্রবাসী হইয়া দাস্য কর্ম করিয়া ক্লেশ ভোগ করিবে, ইহা নিশ্চয় জানিব1; ** কিন্তু যে জাতীয় লোকেরা তাহাদিগকে দাস্য কর্ম করাইবে, আমি তাহাদের দণ্ড করিব ; পরে তাহারা যথেষ্ট ধন লইয়। নিগর্ত হইবে। ** এবং তুমি কুশলে পূৰ্ব্বপুরুষদের নিকটে যাইবা, ও শুভ বৃন্ধাবস্থাতে কবর ! প্রাপ্ত হইবা । - এবং তোমার বংশের চতুর্থ পুরুষ এই দেশে প্রত্যাগমন করিবে ; কেননা ইমোরীয় লোকদের অপরাধ অদাপি সম্পূর্ণ হয় নাই। ** অপর সুর্য অস্তুগত ও অন্ধকার হইলে চুলার ধূম ও অগ্নিপ্রদীপ দৃশ্য হইয়। ঐ দুই খণ্ডশ্রেণীর মধ্য দিয়া চলিয়া গেল। ** সেই দিনে পরমেশ্বর ইব্রামের সহিত নিয়ম নিদ্ধাৰ্য্য করিয়া কহিলেন, আমি মিষ্ট্ৰীয় নদী অবধি ফরাৎ নামক বড় নদী পর্যন্ত এই দেশ তোমার বKশকে দিব, ** অর্থাৎ কেনীয়দের ও কিনসীয়দের ও কদৃমোনীয়দের * ও ইন্দ্রীয়দের ও পিরিষীয়দের ও রিফায়ীয়দের ** ও ইমোরীয়দের ও কিনানীয়দের ও গিগাশীয়দের ও যিৰূষীয়দের দেশ দিব। ১ ত অধ্যায় । ১ লারীদ্বারা ইব্রামের সহিত হাজিরীর বিবাহ, ৪ ও কত্রীদ্বারা দুঃখ পাইয়। হাজিরার পলায়ন ও ঈশ্বরের আজ্ঞা দ্বারা তাহীর প্রত্যাগমন । i. * ইব্রামের ভাৰ্য্যা সারী বন্ধ্যা ছিল, এবং মিসুীয়া হাজিরা নামে তাহার এক দাসী ছিল। তাহাতে সারী ইব্রামকে কহিল, দেখ, পরমেশ্বর আমাকে বন্ধ্যা করিয়াছেন ; অতএব বিনয় করি, তুমি আমার এই দাসীতে উপগত হও কি জানি, ইহাদ্বারা আমি পুত্রবর্তী হইতে পারিব ; তখন ইব্রাম সারীর বাক্যে সম্মত হইল। • এই রূপে কিনান দেশে ইব্রামের দশ বৎসর বাস করণান্তে ইরামের ভার্য সারী আপন দাসী মিষ্ট্ৰীয়া হাজিরাকে লইয়া আপন স্বামি ইব্রামের সহিত বিবাহ দিল । - * অপর ইব্রাম হাজিরাতে উপগত হইলে সে গর্ভবতী হইল ; এবং আপনার গর্ভ হইয়াছে, ইহ বুঝিয় সে নিজ কত্রীকে ভূস্থজ্ঞান করিতে লাগিল। * তাহাতে সারী ইব্রামকে কহিল, আমার প্রতি এই অন্যায়ের ফল তোমার হউক ;