পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ অধ্যায়।] আমি আপনার যে দাসীকে তোমার ক্রৌড়ে দিয়াছিলাম, সে এখন আপন গর্ভ জানিয়া আমাকে তুচ্ছডান করিতেছে ; পরমেশ্বরই তোমার ও আমার বিচার করুন। - তাহাতে ইব্রাম সারীকে কহিল, দেখ, সে তোমার দাসী, তোমারই হস্তগত আছে ; তোমার ইচ্ছানুসারে তাহার প্রতি কর। তাহাতে সারী হাজিরার প্রতি কঠিন ব্যবহার করিলে সে তাহার নিকটহইতে পলায়ন করিল। পরে পরমেশ্বরের দূত প্রান্তরের মধ্যে এক জলের উনুইর নিকটে, অর্থাৎ শূরের পথে যে উনুই আছে, তাহার নিকটে তাহাকে পাইয়া - কছিলেন, হে সারীর দাসি হাজিরা, তুমি কোথাহইতে আইলা । এব২ কোথায় যাইবা ? তাহাতে সে কহিল, আমি আীপন কত্রী সারীর নিকটহইতে পলাইতেছি । * তখন পরমেশ্বরের তাহাকে কহিলেন, ভূমি আপন কত্রীর নিকটে ফিরিয়া গিয়া তাহার হস্তের বশীভূত হও। ** পরমেশ্বরের দূত তাহাকে আরও কহিলেন, আমি তোমার ব^শের এমত বৃদ্ধি করিব, যে বাহুল্য প্রযুক্ত অগণ্য হইবে। * পরমেশ্বরের দূত, তাহাকে আরও কহিলেন, দেখ, তোমার গভর্হইতে যে পুত্র জন্মিবে, তাহার নাম ইসমায়েল (ঈশ্বর শুনেন) রাখিব, কেননা পরমেশ্বর তোমার দুঃখের কথা শুনিলেন। ২ এবং সে অদম্য পুরুষ হইবে, ও তাহার হস্ত সকলের বিরুদ্ধে ও সকলের হস্তু তাহার বিরুদ্ধে থাকিবে ; এব^ সে নিজ তাবৎ ভাতৃগণের সম্মুখে বসতি করিবে । ** অপর হাজিরা আপনার সহিত আলাপকারি পরমেশ্বরের এই নাম রাখিল, তুমি মদৰ্শক ঈশ্বর ; কেননা সে কছিল, আমি এই স্থানে কি মদর্শকের অনুদৰ্শন করিয়াছি ? ** এই কারণ সেই কুপের নাম বের-লহয়-রোয়ী (স্বয়^জীবি মন্দশকের কুপ ) হইল। দেখ, তাহ কাদেশের ও বেরদের মধ্যে আছে । ** পরে হাজিরা ইরামের নিমিত্তে পূদ্র প্রসব করিলে ইব্রাম হাজিরাহইতে জাত আপনার সেই পূভ্রের নাম ইসমায়েল রাখিল । ** ইরামের ছেয়াশী বৎসর বয়সের সময়ে হাজিরা ইরামের নিমিত্তে ইস্মায়েলকে প্রসব করিল। ১ ৭ অধ্যায় । ১ ইব্রাহীমের সহিত ঈশ্বরের নিয়ম স্থির করণ ও সেই নিয়মের চিহ্ন ত্বকছেদ, ১৫ ও শারীর নাম পরিবর্ত হওন ও পুত্র প্রসব করণের কথা, ২৩ ও ইব্রাহীমের ও ইসমায়েগাদির ত্বকছেদন।

  • ইন্ত্রামের নিরানব্বই বৎসর বয়সে পরমেশ্বর তাহাকে দশন দিয়া কহিলেন, আমি সৰ্ব্বশক্তি

আদিপুস্তক। ১৩ মান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও । * আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিয়া তোমার অতিশয় বৃদ্ধি করিব। * তখন ইরাম ভূমিষ্ঠ হইয় প্রণাম করিলে ঈশ্বর তাহার সহিত আলাপ করিয়া পুনশ্চ কহিলেন, “ দেখ, আমিই তোমার সহিত আপন নিয়ম স্থির করিতেছি, তুমি বহুজাতির অাদিপিত হইবা । " এবং তোমার নাম ইকুম (মহাপিত) আর থাকিবে না, কিন্তু ইব্রাহীম (বহুলোকের পিতা ) এই নাম হইবে। • কেননা আমি তোমাকে বহুজাতির আদিপিতা করিলাম। আমি তোমার অত্যন্ত বংশবৃদ্ধি করিব, এবং তোমাহইতে বহুজাতি জন্মাইব ; ও রাজগণ তোমাহইতে উৎপন্ন হইবে। * আমি তোমার সহিত ও তোমার ভাবিবsশ পরম্পরার সহিত যে নিয়ম স্থির করিলাম, তাহ নিত্যস্থায়ী হইবে ; ফলতঃ আমি তোমার ও তোমার ভাবিবংশের ঈশ্বর হইব। ৮ এবং তুমি এখন এই যে কিনান দেশে প্রবাস করিতেছ, ইহ:সমুদয় আমি তোমাকে ও তোমার ভাবিবংশকে নিত্য অধিকারার্থে দিব, ও আমি তাহাদের ঈশ্বর হইব। - ঈশ্বর ইব্রাহীমকে আরও কহিলেন, তুমিও আমার নিয়ম পালন করিব ; তুমি ও তোমার ভাবিবংশ পুরুষানুক্রমে তাহ পালন করিবা। ** তোমার সহিত ও তোমার ভাবিবংশের সহিত কৃত আমারা যে নিয়ম তোমরা পালন করিব, তাহা এই, তোমাদের প্রত্যেক পুরুষের আকছেদ হইবে। ** তোমরা আপন ২ লিঙ্গাগুচর্ম ছেদন করিব ; তাহাই তোমাদের সহিত আমার নিয়মের চিহ্ন হইবে। ** পুরুষানুক্রমে তোমাদের প্রত্যেক পুত্রসন্তানের আট দিন বয়সে অকছেদ হইবে, এবং যাহার তোমার বংশ নহে, এমত ভিন্নজাতীয়দের মধ্যে তোমাদের গৃহে জাত কিম্বা মূল্যদ্বারা ক্রীত লোকেরও অকছেদ হইবে। * তোমার গৃহজাত কিম্বা মূল্যদ্বারা ক্রীত লোকের অবকছেদ অবশ্য কৰ্ত্তব্য ; তোমাদের মাথসেতে আমার নিয়ম দৃশ্য হইয়া নিত্য নিয়ম হইবে। ** কিন্তু যাহার লিঙ্গাগ্রচর্ম ছেদন না হইবে, এমত অচ্ছিন্নতাক পুরুষ আমার নিয়ম ভঙ্গ করাতে আপন লোকদের মধ্যহইতে উfচ্ছন্ন হইবে। "

    • ऊननख्ठद्ग छैश्वद्भ কহিলেন, তুমি আপন ভাৰ্য্যা সারীকে আর সারী (কুলীন ) বলিয়া ডাকিও না ; তাহার নাম সারা (রাজী ) হইল। ** আমি তাহাকে আশীৰ্ব্বাদ করিলাম, এবং তাঁহাহইতে এক পুত্ৰও তোমাকে দিব ; আমি তাহাকে আশীৰ্ব্বাদ করিলাম, ফলতঃ সে নানা জাতির আদিমাতা হইবে, এব^ তাহার ব^

13