পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y 8 শে নানাদেশীয় রাজগণ উৎপন্ন হইবে। * তখন ইব্রাহীম দণ্ডবৎ প্রণাম করিয়া হাসিয়া মনে ২ কহিল, শত বর্ষ বয়স্ক পুরুষের কি সন্তান হইবে ? নব্বই বৎসর বয়সে কি সারা পুত্র প্রসব করিবে ? ১৮ অনন্তর ইব্রাহীম ঈশ্বরকে কহিল, ইস্মায়েল তোমার গোচরে বাচিয়া থাকুক। * তখন ঈশ্বর কছিলেন, তোমার ভাষা সারা অবশ্য তোমার নিমিত্তে পুত্র প্রসব করিবে, এবং তুমি তাহার নাম ইসহাক ( হাস্য ) রাখিবা, এবং আমি তাহার সহিত আপন নিয়ম স্থির করিব, তাহা তাহার ভাবিবKশের সহিত নিত্যস্থায়ি নিয়ম হইবে। ২ ° এবং ইসমায়েল বিষয়ক তোমার প্রার্থনাও শুনিলাম ; দেখ, আমি তাহাকে আশীৰ্ব্বাদ করিব, এবথ তাহাকে বহুপ্রজ করিায় তাহার অতিশয় ব^শবৃদ্ধি করিব ; তাছাহইতে দ্বাদশ রাজা উৎপন্ন হইবে, ও আমি তাহাকে বড় জাতি করিব। - কিন্তু আগামি বৎসরের এই সময়ে সারা তোমার নিমিত্তে যাহাকে প্রসব করিবে, সেই ইসহাকের সহিত আমি আপন নিয়ম স্থির করিব এই রূপ কথোপকথন সাঙ্গ করিয়া ঈশ্বর ইব্রাহীমের নিকটহইতে উৰ্দ্ধগমন করিলেন । , ২° অনন্তর ইব্রাহীম আপন পুত্র ইস্মায়েলকে ও আপন গৃহজাত ও মূল্যে ক্রীত সকল দাসদিগকে, অর্থাৎ ইব্রাহীমের গৃহে যত পুরুষ ছিল, সেই সকলকে লইয়া ঈশ্বরের আজ্ঞানুসারে তদিনেই তাবতের লিঙ্গাগুচর্ম ছেদন করিল ** লিঙ্গাগ্নের অকছেদন কালে ইব্রাহীমের নিরানব্বই বৎসর বয়স ছিল। ১° এবং লিঙ্গাগ্লের অাকছেদন কালে তাহার পুত্র ইসমায়েলের তের বৎসর বয়স ছিল। ** একই দিনে ইব্রাহীমের ও তাহার পুত্র ইস্মায়েলের অবকছেদ হইল। ** সেই দিনে তাহার গৃহজাত কিম্বা অন্যজাতীয়দের নিকটে মূল্যদ্বারা ক্রীত তাহার গৃহের তাবৎ পুরুষেরও লিঙ্গাগ্রের আকছেদ হইল। অধ্যায়। بيلا ১ ইব্রাহীমের তিন স্বর্গদূতকে অতিথি করণ ও উীহাদের কথোপকথন, ১৬ ও তাহাদিগকে পথ দেখাইতে সিদোমের দিগে ইব্রাহীমের গমন, ২২ ও সিদোমের রক্ষার্থে ইব্রাহীমের নিবেদন । - তদনন্তর পরমেশ্বর মমির উদ্যানে ইব্রাহীমকে দশন দিলেন ; ফলতঃ এক দিন উত্তাপ সময়ে সে তাম্বুগৃহের দ্বারে রসিয়াছিল ; , ইত্যবসরে আপন চকু তুলিয়া সম্মুখে দণ্ডায়মান তিন পুরুষকে দেখিল ; দেখিবামাত্র সাক্ষাৎ করিতে তাম্বুদ্বারহইতে দৌড়িয়া গিয়া ভূমিষ্ঠ হইয় প্রণাম করিয়া কহিল, “ হে প্রভো, রিনয় করি, যদি তা 14 আদিপুস্তক। [১৮ অধ্যায় । মার প্রতি অনুগ্রহ করিলেন, তবে এই ভূত্যের স্থানহইতে অগ্রসর হইবেন না। • বিনয় করি, কিঞ্চিৎ জল আনাইয়া দি, পাদপ্রক্ষালন করিয়া এই বৃক্ষতলে বিশ্রাম করুন। * এবং কিছু খাদ্য আনিয়া দি, তাহাদ্বারা অন্তঃকরণ আপ্যায়িত করুন ; পরে গমন করিবেন ; কেননা ইহারই নিমিত্তে আপন দাসের নিকটে আগত হইলেন। তখন র্তাহারা কহিলেন, যাহা বলিতেছ তাঁহাই কর । * তাহাতে ইব্রাহীম শীঘু তাম্বুগৃহে সারার নিকটে গিয়া কহিল, শীঘ্র তিন সের উত্তম ময়দা লইয়া ছানিয়1 পিষ্টক প্রস্তুত কর । * পরে ইব্রাহীম আরায় পালের নিকটে গিয়া উৎকৃষ্ট কোমল এক গোবৎস লইয়া ভূত্যকে দিলে সে তাহা শীঘু রন্ধন করিল । * তখন সে দধি ও দুগ্ধ ও পক গোবৎসের মাথস লইয়। তাহাদের সাক্ষাতে দিল, এব^ তাহাদের ভোজন সময়ে আপনি বৃক্ষতলে তাহাদের সেবার্থে দাড়াইল । * তদনন্তর তাহারা তাহাকে জিজ্ঞাসিলেন, তোমার ভাৰ্য্যা সারা কোথায় ? সে কহিল, দেখুন, সে তাম্বুতে আছে। * তাহাতে র্তাহাদের এক ব্যক্তি কহিলেন, আগামি বৎসরের এই সময়ে আমি অবশ্য ফিরিয়া আসিব ; দেখ, তৎকালে তোমার স্ত্রী সারার কোলে এক পুত্র হইবে। এই কথা সারা তাম্বুদ্ধারে তাহার পশ্চাৎ থাকিয়া শুনিল। ** সেই সময়ে ইব্রাহীম ও সারা অতি বৃদ্ধ ছিল, এবং সারার স্ত্রীধর্ম নিবৃত্ত হইয়াছিল। ** অতএব সারা হাসিতে ২ মনে ২ কহিল, আমার এই শীর্ণাবস্থার পরে কি এমত আনন্দ হইবে ? বিশেষতঃ আমার প্রভুও বৃদ্ধ। *৩ তখন পরমেশ্বর ইব্রাহীমকে কহিলেন, এই বৃদ্ধাবস্থাতে প্রসব হওয়া কি সম্ভব হয় ? ইহ। ভাবিয়া সারা কেন হাসিল । * ° কোন কর্ম কি পরমেশ্বরের অসাধ্য ? আগামি বৎসরের এই সময়ে আমি ফিরিয়া আসিব, তখন সারার কোলে পুত্র হইবে। * তাহাতে সারা মিথ্যা করিয়া কহিল, আমি হাসি নাই ; কেননা সে ভয় পাইল। কিন্তু তিনি কহিলেন, অবশ্য হাসিয়াছিল।

    • পরে সেই ব্যক্তিরা তথাহইতে উঠিয়া সিদোমের দিগে প্রস্থান করিলে ইব্রাহীম আগবাড়ান রাখিতে তাহাদের সঙ্গে ২ চলিতেছিল। ** তাহাতে পরমেশ্বর কহিলেন, আমি যাহা করিতে উদ্যত আছি, তাহ কি ইব্রাহীমহইতে লুকাইৰ ? ৮ ইব্রাহীমহইতে মহান ও বলবান এক জাতি উৎপন্ন হইবে, ও পৃথিবীর সৰ্ব্বজাতীয়ের তাহাতেই আশীৰ্ব্বাদ প্রাপ্ত হইবে। • • কেননা আমি তাহাকে জানি, সে আপন ভাবিসন্তানগণকে ও পরিবারদিগকে আদেশ করিবে, তাহাতে তাহারা নায় ও ধর্মাচরণ করিতে ২