পাতা:পাঠসার.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাষ্পীয় যন্ত্র। وجوه স্বালাইবার কার্য্য করিয়া তিনি মাসে পচিশ টাকা বেতন পাইতেন । ইংলণ্ডে যেরূপ ব্যয়বাহুল্য, তাহাতে এইরূপ অল্প আয় দ্বারা পরিবারের গ্রাসাচ্ছাদন নিৰ্ব্বাহ করাই দুষ্কর ; সুতরাং, জর্জের পিতা সস্তানদিগের শিক্ষাদান বিষয়ে কিছুই করিতে পারেন নাই । আট নয় বৎসর বয়সের সময় জর্জ জনৈক প্রতিবেশীর গোরু চরাইতেন । কিছুকাল পরে তিনি হলচালনাদি কাৰ্য্যে মাসিক পাচ টাকা বেতনে নিযুক্ত হইলেন । জর্জ বাল্যকালাবধিই যন্ত্রাদির কার্য্য বড় ভাল বাসিতেন ; সাত আট বৎসর বয়সেই তিনি মৃত্তিকা দ্বারা নানা প্রকার যন্ত্রের প্রতিকৃতি নিৰ্ম্মাণ করিতেন। জর্জের মনে বড় সাধ ছিল যে, তিনি র্তাহার পিতার মত একটা কৰ্ম্ম পান । এই উদ্দেশ্যে কয়লার খনিতে নানারূপ কাৰ্য্য কৰ্ম্ম করিয়া চতুর্দশ বৎসর বয়সে তিনি মাসিক পনের টাকা বেতনে পিতার সহকারী হইলেন । ইহায় কিছু পরে, জর্জ র্তাহার পিতার সম-বেতনভোগী হইয়া মনে করিয়াছিলেন–“অতঃপর আমি মানুষ হইয়াছি, কোন রূপে দিন যাপন করিতে পারিব।” কাহার জীবনে কখন কি হয়, কে বলিতে পারে ? জর্জ জানিতেন না যে, তিনি এককালে পৃথিবীর গুণীগণাগ্রগণ্য হইয়া জনসমাজের কৃতজ্ঞতার ভাজন হইবেন ।