বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভীরু রবীন্দ্রনাথ ঠাকুর ম্যাটিকুলেশনে পড়ে ব্যঙ্গ-সুচতুর বটেকৃষ্ট ভীরু ছেলেদের বিভীষিক । একদিন কী কারণে সুনীতকে দিয়েছিল উপাধি “পরমহংস” বলে । ক্রমে সেটা হ’ল “পাতিহাস,” শেষকালে হ’ল “হঁাসখালি ।” কোন তার অর্থ নেই সেই তার খোচা । আঘাতকে ডেকে আনে যে নিরীহ আঘাতকে করে ভয় । নিষ্ঠুরের দল বাড়ে, ছেণয়াচ লাগায় অট্টহাসে । ব্যঙ্গ রসিকের যত অংশ-অবতার নিষ্কাম বিক্রপ সূচি বিধে অহৈতুক বিদ্বেষেতে সুনীতিকে করে জরজর । একদিন মুক্তি পেলে সে বেচার, বেরোলে ইস্কুল থেকে।