বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ఫిky ধ্ৰুপ্রবাসী গুট - SO9శు সে কথা জানত বটু, সুনীতের এই অন্ধ ভয়টাকে মাঝে মাঝে নাড়া দিয়ে পেত সুখ হিংস্র ক্ষমতার অহঙ্কারে, ডেকে যেত সেই পুরাতন নামে হেসে যেত খলখল হাসি । বি-এল পরীক্ষা দিয়ে সুনীত ধরেছে ওকালতি, ওকালতি ধরল না তাকে । কাজের অভাব ছিল সময়ের অভাব ছিল না, গান গেয়ে সেতার বাজিয়ে ছুটি ভরে যেত । নিয়ামৎ ওস্তাদের কাছে হ’ত তার সুরের সাধন । ছোটো বোন সুধা, ডায়োসিসনের বি-এ গণিতে সে এম-এ দিবে এই তার পণ । দেহ তার ছিপছিপে, চলা তার চটুল চকিত, চষমার নীচে চোখে তার ঝলোমলো কৌতুকের ছট,— দেহ মন কুলে কুলে ভরা তার হাসিতে খুশীতে। তারি এক ভক্ত সখী, নাম উমারাণী । শাস্তু কণ্ঠস্বর, চোখে স্নিগ্ধ কালে ছায়, ছুটি ছুটি সরু চুড়ি সুকুমার ত্বটি তার হাতে । পাঠ্য ছিল ফিলজফি, সে কথা জানাতে তার বিষম সঙ্কোচ।